ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টিতে হ্যাটট্রিকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পেলাল্টির নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো পেনাল্টি গোলে হ্যাটট্রিক দেখেছে ইংল্যান্ডের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটি।

গতকাল শনিবার ওলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে ঘটেছে এ বিরল ঘটনা। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি গোলে হ্যাট্রটিক করেছেন বোর্নমাউথের ফুটবলার জাস্টিন ক্লুইভার্ট।

শুধু পেনাল্টি গোলে হ্যাটট্রিক করাই নয়, পেনাল্টি আদায়েও হয়েছে নতুন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিক আদায় করেছেন বোর্নমাউথের ফরোয়ার্ড এভানিলসন।

ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক পেনাল্টির রেকর্ড

নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফুটবলার প্যাট্রিকের ঘরে জন্ম নেওয়া ক্লুইভার্ট পেনাল্টিতে গোল ৩টি করেন ৩, ১৮ ও ৭৪ মিনিটে। বোর্নমাউথের জার্সিতে নিজের ৫০তম ম্যাচে রেকর্ড গড়ে দলকে দারুণ জয়ই উপহার দিলেন ডাচ ফরোয়ার্ড। দুর্দান্ত জয়ে তাৎক্ষণিকভাবে পয়েন্ট টেবিলে ১১তম স্থানে ওঠে বোর্নমাউথ।

২০২৩ সালে রোমা থেকে বোর্নমাউথে আসা ২৫ বছর বয়সী ক্লুইভার্ট ম্যাচ শেষে বলেন, ‘ইতিহাসে জায়গা করে নেওয়াটা দুর্দান্ত ব্যাপার। আমি আনন্দে ভাসছি।’

শনিবার বোর্নমাউথের হয়ে বাকি এক গোল করেন মিলস কারকেজ (৮ মিনিটে। অন্যদিকে ওলভারহ্যাম্পটনের হয়ে জোড়া গোল করেন- ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেন (৫ ও ৬৯ মিনিটে)।

এমএইচ/জেআইএম