ডর্টমুন্ডের বিপক্ষে কোনোমতে ড্র বায়ার্নের
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে বায়ার্ন মিউনিখ। তখন মনে মনে জার্মান বুন্দেসলিগায় বায়ার্নের প্রথম হার দেখার অপেক্ষাই বোধহয় করছিলেন সমর্থকরা। কিন্তু না, শেষ পর্যন্ত অপরাজিতই থাকে বায়ার্ন। শেষ সময়ে টেবিলের শীর্ষে থাকা ক্লাবটিকে উদ্ধার করেন জামাল মুসিয়ালা।
শনিবার রাতে ডর্টমুন্ডের মাঠে ৮৫ মিনিটে জার্মান তারকা মুসিয়ালার গোলে ১-১ সমতায় ফেরে বায়ার্ন। ফলশ্রুতিতে একটি পয়েন্ট পেয়ে যায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ১-১ সমতায় ম্যাচ শেষ করে বেঁচে যায় মৌসুমের প্রথম হার থেকেও।
বর্তমানে ৭ পয়েন্টের ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। ১২ ম্যাচে এখন কোনো ম্যাচ না হেরে বেভারিয়ানদের পয়েন্ট ৩০। দ্বিতীয় স্থানে থাকা ফ্রাঙ্কফ্রর্টের পয়েন্ট ১১ ম্যাচে ২৩।
নিজেদের মাঠে লিগের আগের ৬ ম্যাচে জিতেছিল ডর্টমুন্ড। এবার বায়ার্নের কাছে পয়েন্ট হারিয়ে নিজেদের ডেরায় জয়যাত্রা থামে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টদের।
সিগনাল ইদুনা পার্কে ২৭ মিনিটে এগিয়ে যায় ডর্টমুন্ড। স্বাগতিক দলের হয়ে একার চেষ্টায় গোল করেন ইংলিশ ফরোয়ার্ড জেমি গিটেনস।
১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার ৬ মিনিট পর আরও একটি দুঃসংবাদ পায় বায়ার্ন। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে। পরে ইংলিশ ফরোয়ার্ডের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে স্ক্যান করা হয়। চোটের কারণে আগামী সপ্তাহে জার্মান কাপে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন কেইন।
দ্বিতীয়ার্ধে খেলায় গতি ফেরানোর চেষ্ট করে পিছিয়ে থাকা বায়ার্ন। সুযোগ তৈরি করলেও গোল পেতে দেরি হচ্ছিলো সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৭ ম্যাচে জয় পাওয়া ক্লাবটির। শেষমেশ কাঙ্ক্ষিত গোলটি আসে মুসিয়ালার মাথা থেকে।
মাইকেল অলিসির ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন মুসিয়ালা। লিগে এটি জার্মান মিডফিল্ডারের ষষ্ঠ গোল। এতে এক পয়েন্ট পায় বায়ার্ন।
এমএইচ/এএসএম