৭ গোলের প্রথমার্ধ, ওয়েস্টহ্যামের মাঠে বড় জয় আর্সেনালের
ম্যাচটি ছিল ৭ গোলের। যার সবগুলোই হয়েছে প্রথমার্ধে। প্রিমিয়ার লিগে গোলবন্যার ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল। ওয়েস্টহ্যাম ইউনাইটের বিপক্ষে ৫-২ ব্যবধানে জিতেছে মিকেল আরতেতার শিষ্যরা।
শনিবার রাতে ওয়েস্টহ্যামের হোম ভেন্যু লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে গোল করে আর্সেনাল। গাব্রিয়াল মাগালহায়েসের গোলে ১-০ তে এগিয়ে যায় গানারররা। বুকায়ো সাকার ক্রস থেকে কাছ থেকে হেড করে গোল করেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক।
২৭ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। এর পেছনেও অবদান রাখেন সাকা। ৬ গজের বক্সের বাঁপাশ থেকে ডানপায়ের শটে গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড। এতে ২-০ তে এগিয়ে যায় আর্সেনাল।
৩৪ মিনিটে আর্সেনালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। পেনাল্টি শ্যুটকে গোলে পরিণত করেন নরওয়েজিয়ান তারকা। ডি-বক্সের ভেতর আর্সেনালের ফরোয়ার্ড সাকাকে ফাউল করেছিলেন ওয়েস্টহ্যামের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতা।
২ মিনিট আবারও গোল করে আর্সেনাল। ট্রোসার্ডের অ্যাসিস্টে গোল করেন কাই হ্যাভেরটজ। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্ট করে ওয়েস্টহ্যাম। ২ মিনিটের মধ্যে দুটি গোল করে বসে স্বাগতিকরা। ৩৮ মিনিটে গোল করেন অ্যারন ওয়ান বিশাকা। ৪০ মিনিটে গোল করেন এমারসন। এতে স্কোরলাইন দাঁড়ায় ৪-২।
দুই গোল করিয়ে আর্সেনালের হয়ে শেষবার ওয়েস্টহ্যামের জাল কাঁপান সাকা নিজেই। ইংলিশ ফরোয়ার্ড গোলটি করেন পেনাল্টি শ্যুটে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি-বক্সের ভেতর ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন ওয়েস্টহ্যামের লুকাস ফাবিয়ানস্কি।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ৫-২ জিতে আর্সেনাল।
বড় জয়ে টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে আর্সেনালের। ১৩ ম্যাচে গানারদের পয়েন্ট এখন ২৫। অন্যদিকে টেবিলের নিচের দিক থেকে সপ্তমস্থানে আছে ওয়েস্টহ্যাম। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।
এমএইচ/এএসএম