ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোচের খিঁচুনিতে খেলা বন্ধ

হাঙ্গেরির জালে ৪ গোল দিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৭ নভেম্বর ২০২৪

হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেছে নেদারল্যান্ডস। গ্রুপ এ-৩ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ডাচরা।

অ্যামস্টারডমের ক্রউফ স্টেডিয়ামে জরুরি মেডিক্যাল সেবার কারণে খেলা বন্ধ ছিল ৭ মিনিট। প্রথমার্ধের শেষ সময়ের দিকে হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম সৎলাই হঠাৎ করেই বেঞ্চ থেকে পড়ে যান।

পরে দেখা যায়, হাত ও পা মাটিতে চাপড়াচ্ছেন সৎলাই। এই সমস্যাকে সাধারণত খিঁচুনি বলা হয়ে থাকে। পরে অন্যান্য স্টাফ ও বেঞ্চে থাকা ফুটবলাররা তাকে ঘিরে ধরে। এতে খেলা বন্ধ রাখেন স্প্যানিশ রেফারি হেসুস গিল মানজানো।

এই ম্যাচে প্রথমার্ধে ২ গোল করে নেদারল্যান্ডস। দুটি গোলই হয় পেনাল্টিতে। ২১ মিনিটে স্পটকিকে গোল করেন ওয়াট ওয়েগহর্স্ট।

কোচের খিঁচুনিতে খেলা বন্ধ, হাঙ্গেরির জালে ৪ গোল দিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

সহকারী কোচ অসুস্থ হওয়ায় এই ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইম ছিল ১৩ মিনিট। খেলা শুরুর পরপরই দ্বিতীয় পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ৪৫+১২ মিনিটে) দ্বিতীয় গোল করেন কোডি গাকফো। ডি-বক্সের ভেতর হাঙ্গেরির সল্ট নেগি ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

৬৪ মিনিটে দুর্দান্ত গোল করেন ডেনজেল ড্রামফাইজ। এতে নেদারল্যান্ডস এগিয়ে যায় ৩-০ তে। ডাচদের হয়ে শেষ গোল করেন টিউন কোপমেইনার্স ৮৫ মিনিটে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

এমএইচ/জেআইএম