ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিল কামিলা মায়ানের। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপাও মডেল প্রেমিকার সঙ্গে উদযাপন করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তার কিছুদিন পরই ম্যাক অ্যালিস্টারের জীবন নতুন মোড় নিলো। কামিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। নতুন করে বাল্যবান্ধবী আইলেন কোভার প্রেমে পড়েন ম্যাক অ্যালিস্টার।

এদিকে বিচ্ছেদের দুই বছর পর ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা করে বসলেন কামিলা। আর্জেন্টিনার বাইরে তিনি যতদিন অ্যালিস্টারের সঙ্গে ছিলেন তার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এমনকি অ্যালিস্টারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন এই অভিনেত্রী। কামিলার অভিযোগ, তার সঙ্গে সম্পর্কে থাকতেই কোভার প্রেমে পড়েন আর্জেন্টাইন তারকা।

আজ শুক্রবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে মামলা নিয়ে কথা বলেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডার সাংবাদিকদের বলেন, ‘আর কোনো সম্পর্ক নেই। সে (কামিলা) তার পথ নিয়েছিল, আমি আমারটা নিয়েছিলাম। এইটুকুই। আর যে বিষয় (মামলা) আছে, সবকিছু আদালতে রয়েছে। সেখােনেই এর সমাধান হবে। আমরা (আদালতের রায়ের) অপেক্ষা করছি।’

আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলাকামিলার সঙ্গে ম্যাক অ্যালিস্টার। ছবি: সংগৃহীত।

মামলায় না গিয়ে বিষয়টি নিজেরাই সমাধানের চেষ্টা করেছিলেন বলেও জানান অ্যালিস্টার। তিনি বলেন, ‘ওই সময়ে আলোচনা করেছিলাম যে আমাদের কী করা দরকার। কিন্তু এটি স্পষ্টতই তার সিদ্ধান্ত ছিল। সবকিছু ঠিকই আছে এবং সে তার অধিকার চেয়েছে।’

কামিলার সঙ্গে বিচ্ছেদের পর ক্লাবও পরিবর্তন করে ফেলেন ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব লিভারপুলের সঙ্গে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিবদ্ধ হন তিনি। যদিও বিচ্ছেদের পরও অ্যালিস্টারের সঙ্গে যৌথ ছবি ইনস্টাগ্রামে রেখেছিলেন কামিলা।

বর্তমান প্রেমিকা আইলেন কোভা। ছবি: সংগৃহীত।

অ্যালিস্টারের দাবি, দুইজন সচেতনভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। যে কারণে প্রতারণার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

মামলার বোঝা মাথায় নিয়েই আজ আর্জেন্টিনার জার্সিতে খেলতে নামেন ম্যাক অ্যালিস্টার। এই বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখায় প্যারাগুয়ে। লিওনেল মেসিদের ২-১ গোলে হারিয়ে দেয় প্যারাগুয়ে।

এমএইচ/এএসএম