ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১০০০ গোল করার সময় আর আমার হাতে নেই: রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর। সে লক্ষ্যেই এগিয়ে চলছিলেন তিনি। এরই মধ্যে করে ফেলেছেন ৯০৮টি গোল। আরও ৯২টি গোল দরকার সিআর সেভেনের। পারবেন তিনি এই মাইলফলকে পৌঁছাতে?

রোনালদোর বয়স এখন ৩৯। আর ক’বছরই বা খেলতে পারবেন তিনি? রোনালদো এ কারণে আগে থেকেই সম্ভবত হার মেনে নিচ্ছেন। বলে দিয়েছেন, এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা হয়তো তার পক্ষে সম্ভব হবে না। কারণ, তার হাতে পর্যাপ্ত সময় নেই।

আগামী বছর ৫ ফেব্রুয়ারি ৪০-এ পা দেবেন রোনালদো। এই বয়সে এসে আরও ৯২টা গোল করতে পারবেন, তা আর ভাবছেন না তিনি। রোনালদো বলেন, ‘আমি এখন আমার জীবনের শেষ মুহুর্তের মুখোমুখি। আমি আর লম্বা সময়ের কথা চিন্তা করতে পারছি না। আমি যে পাবলিকলি বলেছিলাম, ১০০০ গোল করতে চাই, সেটা এখন আর চিন্তা করছি না। যদিও এখনও সব কিছুকে খুব সহজ মনে হচ্ছে। মাত্র কয়েকদিন আগেই তো ৯০০ গোল করেছি।’

রোনালদো মনে করেন, এই সময়টা জীবন নিয়ে উপভোগের সময়। তিনি বলেন, ‘আমি এখন বেশি দূরের কথা ভাবি না। তা হলেই বেশি চাপ পড়ে। বর্তমানে বাঁচতে চাই। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই। আমি জানি আমি কী করতে পারি।’

১০০০ গোল ছোঁয়া যে তার লক্ষ্য তা জানিয়ে দিয়েছেন। রোনালদো বলেন, ‘১০০০টা গোল করতে পারলে খুব ভাল লাগবে। আমি সেই লক্ষ্যে পৌঁছতে চাই। কিন্তু যদি ১০০০ গোল না-ও হয় তবুও বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি।’

২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হবে ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোনালদো খেলবেন কি না তা নিশ্চিত নয়। যদি ততদিন তিনি খেলেন তা হলে হয়তো ১০০০ গোলের কাছে পৌঁছানোর একটা সুযোগ থাকবে। গতবার মেসি বিশ্বকাপ জিতেছেন। গত দু’বার কোপা আমেরিকাও জিতেছেন তিনি।

আইএইচএস/