ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির পথেই হাঁটার প্রস্তুতি নিচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ০২ নভেম্বর ২০২৪

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাকি আর মাত্র এক বছর। যদিও গত একটি মৌসুম পুরোপুরি খেলতে পারেননি তিনি। এবারের মৌসুমেও অনেকটা সময় পার হয়ে গেছে। মৌসুমের বাকি সময়টা কেমন যাবে ব্রাজিল সুপারস্টার নেইমারের, বলা মুস্কিল।

তবে, আল হিলালের সঙ্গে চুক্তির দুই বছর শেষ হয়ে গেলে নেইমার সৌদি আরবে থাকবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জানা গেছে, এরই মধ্যে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে কথা-বার্তা শুরু করে দিয়েছেন।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়িও কিনেছেন নেইমার। যে কারণে তার সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশি।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ফ্লোরিডায় ওয়াটারফ্রন্ট ল্যান্ডে ২৬ মিলিয়ন ডলার দিয়ে চোখ ধাঁধানো একটি বাড়ি কিনছেন নেইমার। এই বাড়িটি কেনার পরই গুঞ্জন ডালপাল মেলতে শুরু করে যে, সাবেক বার্সা এবং পিএসজি সতীর্থ মেসির সঙ্গে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে যাচ্ছেন তিনি।

যে বড়িটি কিনেছেন নেইমার, সেটা ১৩ হাজার স্কয়ার ফুটের অনুমোদন পাওয়া একটি বাড়ি। বাড়ি বিক্রেতার এক প্রতিনিধি জানান, তাদের ক্লায়েন্ট (নেইমার) প্রাইভেসি ও নিরাপত্তা ব্যবস্থা এবং সামাজিক অবস্থানের দিক থেকে পারফেক্ট একটি বাড়ি কিনতে চেয়েছেন। এই বাড়িটি তার চাওয়া অনুসারে পুরোপুরি ঠিক আছে।’

অন্যদিকে লিওনেল মেসি এরই মধ্যে ফ্লোরিডায় অবস্থান করছেন। ইন্টার মিয়ামিতে তার নিজের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা এবং সার্জিও বুস্কেটস রয়েছেন। নেইমারও অনেক আগে থেকেই ক্লাবটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। মেসি-নেইমার ও সুয়ারেজ বার্সেলোনায় থাকাকালীন বিখ্যাত এমএসএন জুটি হিসেবে পরিচিত ছিল। এবার নেইমার যদি মিয়ামিতে যোগ দেন, তাহলে সেই এমএসএন জুটিকে আবারও দেখা যেতে পারে।

নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেয়ার পর মাত্র ৬টি ম্যাচ খেলতে পেরেছিলেন ক্লাবটির জার্সি গায়ে। পিএসজি থেকে মেগা ডিলের মাধ্যমে যোগ দেয়ার পর আল হিলাল বলতে গেলে তার সার্ভিসই পায়নি ঠিকমত। এরপর গত একটি বছর তো টানা ইনজুরির মধ্যেই কাটিয়ে দিয়েছেন তিনি।

আইএইচএস/