ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন হেড কোচ নিয়োগ করলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০১ নভেম্বর ২০২৪

এরিক টেন হাগকে বরখাস্তের পর নতুন হেড কোচ নিয়োগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন রুবেন অ্যামোরিম। পর্তুগালের ৩৯ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে ম্যানইউ।

আগামী ১১ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে নতুন ক্লাবের সঙ্গে যোগ দেবেন অ্যামোরিম। এতদিন পর্তুগালের স্থানীয় লিসবন স্পোর্টিং ক্লাবের কোচ ছিলেন তিনি।

এক বিবৃতিতে আমোরিমকে হেড কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ।’

গত সোমবার টেন হাগকে বরখাস্ত করে ম্যানইউ। এরপর অর্ন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টেলরয়। আগামী তিন ম্যাচেও ম্যানইউর ডাগআউটে দাঁড়াবেন অর্ন্তবর্তী কোচ।

টেন হাগকে বরখাস্তের পরই গুঞ্জন উঠেছিল অ্যামোরিম নতুন কোচ হচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

ম্যানইউতে অ্যামোরিমের প্রথম অ্যাসাইনমেন্ট ২৪ নভেম্বর। ওইদিন ইপসউইচের বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলরা।

গত সপ্তাহে লিসবন স্পোর্টিং জানায়, অ্যামোরিমকে নিতে ৮৩ লাখ ডলার পরিশোধ করতে রাজি হয়েছে ম্যানইউ।

২০১৩ সালের পর থেকে ম্যানইউতে কোনো কোচই বেশিদিন টিকে থাকতে পারেননি। গেল ১১ বছরে মোট ৬ বার কোচ বদল করেছে ক্লাবটি। অ্যামোরিমকে ষষ্ঠ স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ম্যানইউ।

এমএইচ/এএসএম