ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

নারী ফুটবলারদের জন্য ১ কোটি টাকার পুরস্কার মন্ত্রণালয়ের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকাল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেয়ার তিনঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।

বাফুফে ভবনে পৌঁছালে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন নব নির্বাচিত দুই সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাব্বির আহমেদ আরেফ এবং কয়েকজন সদস্য।

নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় আছেন।

নারী ফুটবলারদের বরণ করার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেয়া হয় সরকারের পক্ষ থেকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিক পুরস্কারের চেক তুলে দেন সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে।

আগামী শনিবার যমুনায় অন্তর্বর্তীকালীন সকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন বলেও একই সময় জানানো হয়েছে।

আরআই/আইএইচএস