ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৪৮ বছর বয়সে আবারও মাঠে ফিরছেন টট্টি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২২ অক্টোবর ২০২৪

২০০৬ বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন। ২০১৭ সাল পর্যন্ত খেলে গেছেন ক্লাব ফুটবল। ক্যারিয়ারের পুরোটা সময় ফ্রান্সেসকো টট্টি কাটিয়েছেন ইতালিয়ান সিরি-আ ক্লাব এএস রোমায়।

এখন তার বয়স ৪৮। এই বয়সে পুরোদস্তুর কোচ হয়ে যাওয়ার কথা তার; কিন্তু টট্টি জানালেন ভিন্ন কথা। ইতালিয়ান সিরি-আ ফুটবলে ফিরতে চলেছেন তিনি। দুই থেকে তিন মাস প্রস্তুতি নিলে খেলার মত ফিটনেস পুরোপুরি ফিরে পাবেন বলে বিশ্বাস করেন তিনি।

ফ্রান্সেসকো টট্টি দাবি করছেন, ইতালিয়ান সিরি-আর কোনো কয়েকটি ক্লাব তাকে নিয়মিতই বলে যাচ্ছেন, ক্লাব ফুটবলে আবার ফিরে আসার জন্য। তিনিও চিন্তা করছেন ফিরবেন কি না। কারণ, দুই থেকে তিন মাস ট্রেনিং করলেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন তিনি।

২০১৭ সালে অবসরের আগে ক্লাব ফুটবলে পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন রোমায়। খেলেছেন মোট ৭৮৬টি ম্যাচ। গোল করেছেন ৩০৭টি।

টট্টি বলেন, ‘সিরি-আ’র কয়েকটি দল আমাকে নিয়মিতই কল করে এবং বলে ফুটবলে ফিরে আসার জন্য। আমি স্বীকার করছি, তারা আমাকে একটু হলেও ভাবতে বাধ্য করেছে। একটু ক্রেজিই করে তুলেছে এ নিয়ে।’

তিনি আরও বলেন, ‘এটা খুব কঠিন আবার ফুটবলে ফিরে আসা। কিন্তু এটাও তো ঠিক যে কখনোই আপনি কোনো কিছুকে পুরোপুরি না করতে পারেন না। অনেক খেলোয়াড়ই এমন আছে যারা ক্যারিয়ার শেষ করার অনেক বছর পর আবার খেলেছে। এটা নির্ভর করে আপনি কোথায় খেলবেন, তার ওপর। সবার প্রতি সম্মান জানিয়েই বলছি, সত্যি আমি যদি সিরি-আ তে ফিরে আসি, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত হয়েই আসবো।’

২০০৬ বিশ্বকাপজয়ী এই ফুটবলার এটাও জানিয়ে দেন, তিনি রোমার চির প্রতিদ্বন্দ্বী ল্যাজিও যদি ডাকে, তাহলে তাদের হয়ে কখনোই খেলবেন না। ‘ল্যাজিও? আমি কখনোই তাদের আবেদন ভেবে দেখবো না। আমি যদি অন্তত দুই থেকে তিনমাস পরিশ্রম করি, প্রস্তুতি নেই, তাহলে অবশ্যই খেলতে পারবো এবং সেটা আমার বয়স ৪৮ হলেও। যদি সত্যি সত্যি আমি ফুটবলে ফিরে আসি, সেটা অবশ্যই ইতালিতে। অন্য কোনো দেশে নয়। তবে সত্যি এটা একটা পাগলামি।’

আইএইচএস/