চিরচেনা রূপে ফিরছেন নেইমার
হাজারো ভক্তের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে চিরচেনা রূপে ফিরছেন নেইমার জুনিয়র। গতকাল শনিবার নেইমারের ফেরার খবর প্রফুল্ল মনে ঘোষণা করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।
আগামীকাল মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল হিলালের স্কোয়াডে যোগ দেবেন নেইমার। এই ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। খেলা হবে আমিরাতের মাঠে। অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ দিয়ে আল হিলালে যোগ দেবেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা মাঠে নামেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্সে’ একটি ভিডিও বার্তায় নেইমারের ফেরার কথা জানায় আল হিলাল। সেখানে ফেরার ঘোষণা দেন নেইমার নিজেই। ভিডিওতে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘আমি জানি আপনারা উদ্বিগ্ন। আমি নিজেও তাই। ২১ অক্টোবর আমি ফিরছি। ইনজুরির পর আমি সব সময় ফিরে আসি। তবে মাঝপথে (পুরোপুুরি সেরে না উঠে) কখনো আসি না।’
Al-Hilal is happy to announce that Neymar will join the squad for the away trip to Al-Ain
— AlHilal Saudi Club (@Alhilal_EN) October 19, 2024
He’s back@neymarjr pic.twitter.com/G9Lu4sZPaS
নেইমারের ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে আল হিলাল। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘যদিও তার প্রত্যাবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ১০ নম্বর সোমবার তার অসাধারণ ট্র্যাজেক্টরি চালিয়ে যেতে সক্ষম হবে।’
২০২৩ সালের আগস্টে আল হিলালের সঙ্গে চুক্তি করেন নেইমার। ইনজুরিতে জর্জরিত এই তারকা রিয়াদভিত্তিক ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মাত্র ৫ ম্যাচ। গত বছরের অক্টোবর জাতীয় দলের ম্যাচ খেলতে নেমে হাঁটুর লিগামেন্টে চোট লাগার পর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার।
দীর্ঘ দিন নেইমারের বাইরে থাকা নিয়ে আল হিলাল বিবৃতিতে বলেছে, ‘এই দিনগুলো ছিল বেদনা, যন্ত্রণা এবং ফুটবলের অপেক্ষার দিন। পরিবার ও বন্ধুদের সহায়তা ও সার্বক্ষণিক দেখাশোনায় আমাদের ১০ নম্বর তা কাটিয়ে উঠেছে। বিশ্বের সব ভক্ত তাকে সোশ্যাল মিডিয়াতে সমর্থন দিয়েছেন। অপেক্ষার পালা শেষ।’
এমএইচ/জেআইএম