ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নভেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপকে আমন্ত্রণ বাফুফের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

নভেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। মালদ্বীপও সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ১৩ ও ১৭ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে বাফুফে এখনো নভেম্বর উইন্ডোর ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল থিম্পুতে। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হেরেছিল ১-০ গোলে।

নভেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার পর ওই মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল।

আরআই/এমএইচ/জেআইএম