ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের ক্লাবের জালে ১৭ গোল জাপানি মেয়েদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৬ অক্টোবর ২০২৪

নারী ফুটবলে দক্ষিণ এশিয়া যে কতটা পিছিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন জাপানি মেয়েরা। রোববার ভিয়েতনামের থং হত স্টেডিয়ামে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপানের উরাওয়াহ রেড ডায়মন্ডস ক্লাব ও ভারতের ওদিশা ফুটবল ক্লাব। জাপানি মেয়েরা গুনেগুনে ১৭ গোল দিয়েছে ভারতীয় ক্লাবটির জালে।

গ্রুপে দুই দলের এটাই ছিল প্রথম ম্যাচ। এনদোর গোলে ৫ মিনিটে উৎসব শুরু করে জাপানি ক্লাবটি, শেষ হয় ৮৩ মিনিটে তাকেউচির গোলে। মাঝে আরো ১৫ গোল হজম করে ভারতের ক্লাবটি। একবারের জন্যও জাপানের ক্লাবের জাল খুঁজে পায়নি ভারতের ক্লাবের মেয়েরা।

মিকি ইতো একাই করেছেন ৪ গোল। ৩ গোল করেছেন শিয়োখকি। জোড়া গোল শিমাদার। বাকি ৮ গোল করেছেন ৮ জনে। এই গ্রুপে জাপানের অন্য দুই প্রতিপক্ষ ভিয়েতনামের হো চি মিন সিটি ও চাইনিজ তাইপের তাইচুং ব্লু।

আরআই/আইএইচএস/