ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কিংসের জার্সিতে খেলবেন মোহামেডানের দিয়াবাতে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

মৌসুম শুরু হওয়ার পরপরই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মালির সোলেমান দিয়াবাতেকে ধার দিয়েছে মোহামেডান। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের তিন ম্যাচ খেলার জন্য দিয়াবাতেকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস।

আগামী ২৬ অক্টোবর লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব, ২৯ অক্টোবর ভারতের ইস্টবেঙ্গল ক্লাব ও ১ নভেম্বর ভুটানের পরো এফসির বিপক্ষে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তিনটি ম্যাচই হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।

ঘরোয়া ফুটবলে গত মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কিংস ও মোহামেডানের মধ্যে। মৌসুম শুরুর পর পর প্রধান প্রতিপক্ষকে দলের সেরা খেলোয়াড় ধার দেওয়া ভালোভাবে নেয়নি মোহামেডান ভক্তরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে মোহামেডানের ফুটবল সম্পাদক আবু হাসান চৌরুরী প্রিন্স বলেন, ‘এখানে সমালোচনার কিছু নেই। কিংস আমাদের কাছে দিয়াবাতেকে তিন ম্যাচের জন্য চেয়েছে, আমাদের ফুটবল চেয়ারম্যান অনুমোদন দিয়েছেন। আমরাও তো এর আগে কিংসের খেলোয়াড় নিয়েছি। আন্তর্জাতিক টুর্নামেন্টে এক ক্লাবের অন্য ক্লাবে খেলার নজির আছে।’

আরআই/আইএইচএস/