ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভিয়ারিয়ালকে ৫ গোল দিয়ে ছয়ে ছয় বার্সার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪

লা লিগার নতুন মৌসুমে উড়ছে বার্সেলোনা। এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা। গতকাল রোববার রাতে ভিয়ারিয়ালকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হানসি ফ্লিকের শিষ্যরা।

এর আগে গত বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছিল বার্সা। অপ্রত্যাশিত সে হারের পর ফের নিজেদের ট্র্যাকে ফিরলো লা লিগা জায়ান্টরা।

রোববার ভিয়ারিয়ালের মাঠে গিয়ে প্রথমার্ধ ২-১ ব্যবধানে শেষ করে বার্সা। বিরতিতে যাওয়ার আগে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। ২০ ও ৩৫ মিনিটে গোল করেন পোল্যান্ড তারকা। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর স্বাগতিক ভিয়ারিয়ালের হয়ে ৩৮ মিনিটে গোল করেন আয়োজে পেরেজ।

৫৮ মিনিটে পাবলো টোরের গোলে ব্যবধান ৩-১ করে বার্সা। শেষ দিকে জোড়া গোল করেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

৭৪ মিনিটে রাফিনহার প্রথম গোলে ব্যবধান ৪-১ করে বার্সা। ৮৩ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন রাফিনহা (৫-১)।

বার্সার কাছে ৫ গোল হজম করে ভিয়ারিয়ালের অপরাজেয় যাত্রা থেমেছে। লা লিগায় নতুন মৌসুমে এটি তাদের প্রথম হার। আগের ৫ ম্যাচের সবগুলোই জিতেছিল পূর্ব স্পেনের ক্লাবটি।

৬ ম্যাচে ভিয়ারিয়ালের পয়েন্ট ১১। টেবিলের পঞ্চম স্থানে আছে মার্সেলিনোর শিষ্যরা। আর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে দখল করেছে রিয়াল মাদ্রিদ।

এমএইচ/জিকেএস