ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গোল মিসের খেসারত দিয়ে মালদ্বীপের বিপক্ষে ড্র বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পর মালদ্বীপের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বাঁচামরার। রোববার ভুটানের থিম্পুতে সেই বাঁচামরার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েও ধরে রাখতে পারেনি।

মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু, যিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরও। ভারতের বিপক্ষে ড্র করতে করতে হেরেছে, মালদ্বীপের বিপক্ষে জিততে জিততে ড্র করেছে।

গোলশূন্য ছিল প্রথমার্ধ। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মুরর্শেদ আলীর শটে এগিয়ে যায় বাংলাদেশ। ৮০ মিনিটে রক্ষণের ভুলে গোল খায় বাংলাদেশ।

বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ ড্র হওয়ায় ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো এবং বড় ব্যবধানেই। বাংলাদেশ অনেক সুযোগ নষ্ট করেছে। গোল মিসের খেসারত দিয়েই বাংলাদেশ ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে।

আরআই/এমএমআর/জিকেএস