ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধর্মঘটে যাওয়ার হুমকি ইউরোপের ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফরম্যাট পুরো বদলে ফেলা হয়েছে। গ্রুপ পর্বেই প্রতিটি দলকে ৯টি করে ম্যাচ খেলতে হবে। সব মিলিয়ে বছরজুড়ে প্রতিযোগিতার সংখ্যা বেড়েছে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যাচের সংখ্যাও।

এত ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররা। ম্যাচের চাপে পড়ে এবার হয়তো তারা ধর্মঘটও ডাকতে পারেন। তেমনই ইঙ্গিত দিলেন ম্যানচেস্টার সিটির ইউরোজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। বুধবার ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে ম্যানসিটি। তার আগে রদ্রিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘ঠাসা সূচির কারণে খেলোয়াড়েরা এবার ম্যাচ খেলতে অস্বীকার করবেন কি না?’

রদ্রির উত্তর, ‘মনে হয় আমরা সেটার খুব কাছাকাছি রয়েছি। পরিস্থিতি বোঝা খুব সহজ। যে কোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করে দেখতে পারেন। শুধু আমি নই, সবাই একই কথা বলবে। সবার মতামত একই।’

রদ্রি আরও বলেছেন, ‘এভাবে চলতে থাকলে একটা সময় আসবে যখন আর কেউ কোনও মতামত দেবে না। আমরা সত্যিই চিন্তিত। কারণ দুর্ভোগটা আমাদেরই সহ্য করতে হচ্ছে।’

ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ ছাড়াও ম্যান সিটিকে পরের বছর খেলতে হবে ক্লাব বিশ্বকাপ। প্রতিটিতেই যদি সিটি বেশি দূরে যায়, তাহলে অনেক বেশি ম্যাচ খেলতে হবে। কিছুদিন ফুটবলারদের অ্যাসোসিয়েশন ফিফপ্রোও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল।

রদ্রি নিজে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গত মৌসুমে খেলেছিলেন ৬৩টি ম্যাচ। তার মতে, খেলোয়াড়রা বছরে ৪০-৫০টি ম্যাচে নিজের সেরাটা দিতে পারেন। কিন্তু ৬০-৭০টি ম্যাচে তা সম্ভব নয়। বলেছেন, ‘প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে। নিজেদের যত্নও তো নিতে হবে। আমাদের কথাও কেউ ভাবুক। কারণ আমরাই এই খেলা বা ব্যবসার আসল চরিত্র।’

আইএইচএস/