সালাহ-দিয়াজের দিনে ম্যানইউকে উড়িয়ে দিলো লিভারপুল
লুইস দিয়াজের জোড়া গোল আর মোহাম্মদ সালাহর এক গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই ম্যাচে ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে অলরেডরা। এতে মৌসুমের ৩ ম্যাচে তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আর্নে স্লটের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
গতকাল রোববার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে ম্যানইউ ছিল নিস্তেজ। সুযোগ পেয়ে এই অর্ধে দুটি গোল করে নেয় লিভারপুল।
৩৫ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন দিয়াজ। সালাহর অ্যাসিস্ট থেকে দুর্দান্ত হেডে গোল করেন কলম্বিয়ার এই তারকা।
৭ মিনিট পর আবারও গোল করেন দিয়াজ। এবারও অ্যাসিস্ট করেন সালাহ। এতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
দুই গোল করিয়ে ৫৬ মিনিটে নিজে গোল করেন সালাহ। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০। অবশেষে এই ব্যবধানেই জয় নিশ্চিত করে লিভারপুল।
এমএইচ/