ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফিফা ফ্রেন্ডলি

দ্বিতীয় ম্যাচেও পার্থক্যটা বোঝাতে চায় সাবিনা-সাগরিকারা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৬ জুলাই ২০২৪

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন ভুটানে। বুধবার থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনারা। আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় সাফ চ্যাম্পিয়ন মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

নারী ফুটবলে ভুটানের চেয়ে শক্তিতে অনেক এগিয়ে বাংলাদেশ। আগে খেলা দুই দলের ৫ দেখায় সবকটিই জিতেছে বাংলাদেশ। তাও বেশ বড় ব্যবধানে। যদিও বুধবারের প্রথম ম্যাচে বাংলাদেশের জালে আগে বল পাঠিয়ে সাবিনাদের চমকে দিয়েছিল ভুটানের মেয়েরা। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকা লাল-সবুজ জার্সিধারী মেয়েরা মাঠ ছেড়েছে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে।

শেষ ম্যচের জন্য শুক্রবার বিকেলে চাংলিমিথানে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানের কৌশল নিয়ে সাবিনাদের দিক্ষা দিয়েছেন নতুন কোচ ইংল্যান্ডের পিটার বাটলার।

অনুশীলনের পর তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের মেয়েদের বল পজিশন ভালো ছিল। আমার বড় ব্যবধানে জিতেছি। যদিও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি মেয়েরা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের দক্ষতা ঠিকই প্রমাণ করেছে তারা।’

সাফের আগে বাংলাদেশ আরো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রতিপক্ষ পাবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে নতুন কোচের অধীনে চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচের পর ভুটানের বিপক্ষে এই সিরিজ সাফের প্রস্তুতির জন্য ভালো কাজে দেবে বলেই সবার বিশ্বাস।

ভুটানের সঙ্গে বাংলাদেশের শক্তির যে পার্থক্য, সেটা প্রথম ম্যাচে প্রমাণ হয়েছে। দ্বিতীয় ম্যাচেও সেই পার্থক্যটা দেখাতে চান অধিনায়ক সাবিনা খাতুন।

শুক্রবার অনুশীলনের পর সাবিনা বলেন, ‘আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। ভুটান কখনো আমাদের বিপক্ষে ড্রও করতে পারেনি। শক্তির পার্থক্যটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চাই।’

আরআই/এমএইচ/এএসএম