ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এমবাপেকে ‘হাসির পাত্র’ বানালো স্প্যানিশরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৬ জুলাই ২০২৪

পুরো স্পেন জুড়ে এখন চলছে বুনো উল্লাস। ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড শিরোপা জিতে আনন্দে আত্মহারা স্প্যানিশরা। গত রোববার রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো কাপ জিতেছে তারা। এর আগে ৩ বার শিরোপা জিতে জার্মানির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী ছিল স্পেন। এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে চলে গেল আলভারো মোরাতারা।

সদ্য সমাপ্ত এই ইউরোতে রোমাঞ্চকর শিরোপাই জিতেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে তাদেরকে মোকাবেলা করতে হয়েছে স্বাগতিক জার্মানিকে। সেই ম্যাচে ১১৯ মিনিটে মিকেল মেরিনোর গোলে জয় পেয়েছিল স্পেন। দুইবার হলুদকার্ড দেখার কারণে ম্যাচের শেষ মুহূর্তে লালকার্ড দেখেছেন ডিফেন্ডার দানি কার্ভাহাল।

সেমিফাইনালে স্পেন মুখোমুুখি হয়েছিল ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের। যে দলে রয়েছেন ২৫ বছর বয়সী তারকা কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদমুখী এই তারকাকে ঘিরে স্প্যানিশদের মনে ছিল নানা আশঙ্কা। কারণ, ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছুই করে বসতে পারেন এমবাপে। একই সঙ্গে নির্ভরযোগ্য ডিফেন্ডার কার্ভাহালকেও এই ম্যাচের জন্য হারিয়ে ফেলেছিল স্পেন। সব মিলিয়ে সেমির এই ম্যাচ নিয়ে স্প্যানিশদের ছিল উৎকণ্ঠা।

শেষ পর্যন্ত ভয়কে পাশ কাটিয়ে সেমিতে ফরাসিদের উপর বিজয় অর্জন করেছে স্পেন। কার্ভাহালের পরিবর্তে নামা আরেক অভিজ্ঞ ডিফেন্ডার কাভাস সেদিন একাই এমবাপের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন। বলতে গেলে এমবাপে ডি-বক্সের ভেতরেই ঢুকতে দেননি কাভাস। এই ম্যাচেও ২-১ ব্যবধানের জয় পেয়েছে স্পেন।

শিরোপা নিয়ে বাড়ি ফিরে নানাভাবে নিজেদের উচ্ছ্বাসিত করছেন স্পেনের ফুটবলাররা। সেখানে এমবাপেকে নিয়ে হাসিঠাট্টায়ও মেতেছেন তারা। সতীর্থদের আনন্দ দেওয়ার জন্য এক পর্যায়ে নিজের হাতে মাইক্রোফোন নেন কাভাস। সেখানেই এমবাপেকে হাসির পাত্র বানিয়েছেন। গানের মধ্যে কাভাস বলে ওঠেন, ‘কোথায় এমবাপে?’

এমএইচ/এএসএম