ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইউরোর সেমিফাইনাল-ফাইনাল মাতাবে যে বল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৭ জুলাই ২০২৪

ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে ইউরো কাপের এবারের চার সেমিফাইনালিস্ট। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিপক্ষে, আর দ্বিতীয় সেমিতে নেদারল্যান্ডস মোকাবেলা করবে ইংল্যান্ডের।

সেমিফাইনালের দুই জয়ী দল ১৫ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে শিরোপা জয়ের লড়াইয়ে।

এবারের সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্টদের জন্য খেলার সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস নিয়ে এসেছে নতুন চমক। আসরের চূড়ান্ত ৩ ম্যাচ কোন বল দিয়ে খেলা হবে, সেই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

আজ রোববার অ্যাডিডাস তাদের ওয়েবসাইটে নতুন বল দিয়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলার ঘোষণা দেয়। বলটির নাম দেওয়া হয় ‘ফুসবালিবে’।

গ্রুপ পর্বের বল থেকে এটি কিছুটা হালকা বাদামি টাইপের রঙ দিয়ে আচ্ছন্ন। তাছাড়া বলটিতে রূপালী আভাও ব্যবহার করা হয়েছে। যাতে করে খেলোয়াড়দের বলটি দেখতে কোনো অসুবিধা না হয়।

এটি বার্লিনে অবস্থিত অ্যাডিডাস ফুটবলের স্টোরের তৈরি প্রথম বল। যে বলটিতে কৃত্রিম বুদ্ধিমতা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভালো সুবিধা পাবেন। বলটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে খেলোয়াড়দের অবস্থান চিহ্নিত করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে অফসাইড নিশ্চিত করতে পারবে।

অ্যাডিডাসের বৈশ্বিক অঞ্চলের ফুটবল হার্ডওয়্যারের পরিচালক সলেনে স্টোরম্যান বলেন, ‘টুর্নামেন্টের শেষ অবস্থায় ফুসবালিবে নিয়ে আসা ফুটবলের জন্য উপভোগ্য ব্যাপার। এটি জার্মানির সকল সমর্থকদের জন্য। এটি ফুটবলে নতুন প্রযুক্তি নিয়ে আসবে। আমরা ফাইনালে এই বল দিয়ে খেলা দেখার জন্য মুখিয়ে আছি।’

অ্যাডিডাসের অফিশিয়াল স্টোরে বলটি ১৫০ ইউরোতে বিক্রি হচ্ছে।

আরআর/এমএইচ/জেআইএম