ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্রাজিল দলকে নিয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৫ জুন ২০২৪

সুস্থ থাকলে হয়তো তিনি মাঠে খেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারতেন, অতীতে এর আগে এমনটা করেছেনও নেইমার। একাই দলের হাল ধরেছিলেন। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াডে নেই আল হিলালের এই তারকা। তবে দলকে সাহস জোগাতে ঠিকই ছুটে এসেছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু মাঠে বসে দলের বাজে অবস্থা থেকে যারপরণাই হতাশ নেইমার।

মাঠে বসে দলের ড্র দেখতে বেশ একটা ভালো লাগেনি তার। ক্যামেরা যে কয়বারই তার দিকে নিয়েছে, প্রত্যেকবারই দেখা যাচ্ছিল উত্তেজিত অবস্থায় নানা দিক নির্দেশনা দিচ্ছেন।

দলের ড্র করার দিনে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দলকে সাহস জুগিয়েছেন নেইমার। তিনি সেখানে লেখেন, ‘আমরা যখন মাঠে খেলি তখন সবাই সেরাটা দিতে চেষ্টা করি। কিন্তু সবসময়ে সঠিকটা হয় না মাঠে। তবে আপনার হাতে সময় থাকে সেগুলো শোধরানোর। ফুটবল খেলোয়াড় হিসেবে আপনাকে সবসময়ে প্রত্যেকটি পাস, প্রত্যেকটি কিক, প্রত্যেকটি চিন্তা আপনাকে ভাবাবে এর কারণ ব্রাজিলে সবাই জাতীয় দলে খেলতে চায়, সবাই আমাদের থেকে আরো চায়, সবাই চেষ্টা করে। তাই দলের বাইরে যারা থাকে তারা বেশি চিন্তা করে ভেতরে যারা খেলে তাদের থেকে।’

দলকে সমর্থন দিয়ে পরবর্তীতে নেইমার বলেন, ‘বাইরে থেকে আপনার একটা লক্ষ্য মনে হবে যা মাঠের ভেতরে ঢুকলে মনে হবে, সেকেন্ডের ভেতরেই আপনাকে সব পরিবর্তন করতে হবে। তাই আমি আজকে দলকে সাহস জুগিয়েছি, সমর্থন করেছি কিন্তু আমি মাত্রা অতিক্রম করিনি। ম্যাচ শেষ হয়ে গেছে। আমাদের সামনের দিকে তাকাতে হবে। আবার অনুশীলন শুরু করতে হবে। পরের ম্যাচে আরো উন্নতি করতে হবে। আমি এই দলটাকে নিয়ে আশাবাদী। তারা নিজের, পরিরবার ও সমর্থকদের কথা ভেবে ভালো কিছু করবেই।’

আরআর/এমএমআর