‘সবাই চায় রোনালদো প্রতিদিন গোল করুক’
চেক রিপাবলিকের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে এবারের ইউরোর যাত্রা শুরু করেছে পর্তুগাল। এই ম্যাচে কোনো গোল না করতে পারলেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক সেগুলো রুখে দিয়ে দারুণ সফলতা দেখিয়েছেন।
রোনালদো গোল না পেলেও তার পারফরম্যান্সে খুশি সতীর্থ ডিয়েগো দালত। দালত মনে করেন, রোনালদো প্রতিটি ম্যাচেই গোল করার জন্য মুখিয়ে থাকেন। গতকাল হয়তো ভাগ্যের কারণেই গোল পাননি আল নাসরের এই স্ট্রাইকার।
ম্যাচ শেষে এক সাংবাদিকের সঙ্গে দালত বলেন, ‘রোনালদো তার লক্ষ্যে স্থির ছিল এবং শারীরিকভাবেও ফিট ছিল। সে সবসময়েই গোল করতে উদগ্রীব থাকে।’
কোনো খেলোয়াড়ই প্রত্যেকদিন গোল করে না। দালত সেটা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমি জানি সবাই চায়, সে (রোনালদো) প্রত্যেকদিন গোল করুক। মাঝেমাঝে সে এটা করে। প্রায় সময়েই সে এটা করেছে। আজকেও সে গোলের খুব কাছে ছিল।’
গোল না পেলেও রোনালদোর পারফরম্যান্সে খুশি দালত। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আপনারা দেখেছেন, সে কীভাবে মাঠে খেলেছে। সে আমাদের সাহায্য করেছে বল নিয়ে কিংবা বলে স্পর্শ না করে বিভিন্ন সময় নানা দিকে দৌঁড় দিয়ে।’
ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোদের পরবর্তী ম্যাচ তুরস্কের সঙ্গে।
আরআর/এমএইচ/