ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

এবারও কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫২ এএম, ১৮ জুন ২০২৪

বিশ্বের এক নম্বর দল হিসেবে ফিফা র‍্যাংকিংয়ে সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। দলও রয়েছে দারুণ ছন্দে। সম্প্রতি দুই প্রীতি ম্যাচেও পেয়েছে জয়। স্বভাবতই এই দলটার হাতে কোপা আমেরিকার ট্রফি অনেকে তুলে দিয়েছেন। তবে এবার মানুষ নয়; সুপার কম্পিউটার জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডার। যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে জুলাইয়ের ১৪ তারিখে ফাইনাল হবে মিয়ামিতে।

২০২১ সালে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনা ১৫তম কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিলকে হারিয়ে। এবারও সেই রকমই ভবিষ্যদ্বাণী করেছে এক সুপার কম্পিউটার।

অডস্পিডিয়ার মতে, সুপার কম্পিউটারের গণনা অনুযায়ী আর্জেন্টিনা নিরঙ্কুশ ফেবারিট হিসেবেই কোপা জিতবে। মেসিদের ৪৩.৮% সুযোগ রয়েছে এবারের কোপা জেতার। অন্যদিকে ব্রাজিলের ১৫.৪%। তৃতীয় সর্বোচ্চ সুযোগ দেখানো হয়েছে মেক্সিকোর ১০.৪%। উরুগুয়ে ৭.৬% সুযোগ নিয়ে রয়েছে চারে।

 

আরআর/এমএইচ/