ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোনালদিনহোর ব্রাজিল দল নিয়ে সমালোচনায় হতবাক রাফিনহা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ এএম, ১৬ জুন ২০২৪

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল জাতীয় ফুটবল দলের। কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে কোনোমতে জেতার পর শেষ প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করেছে সেলেসাওরা। আর তাতেই চটেছেন কিংবদন্তি রোনালদিনহো।

ব্রাজিল দলের খেলোয়াড়দের প্যাশন নেই, ভালো খেলার ইচ্ছা নেই দেখে কোপায় কোনো ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন রোনালদিনহো। এমন মন্তব্যের ২৪ ঘন্টা না যেতেই রোনালদিনহোকে এক হাত নিলেন বর্তমান ব্রাজিল দলের লেফট উইঙ্গার রাফিনহা।

রোনালদিনহোর এমন মন্তব্যে হতাশ ও হতবাক হয়েছেন, এমনটিই বলেছেন রাফিনহা।

রোনালদিনহোর সেই মন্তব্য প্রসঙ্গে রাফিনহা বলেন, ‘এটা আমি একা নয়, আমাদের গ্রুপকেই অবাক করেছে। আমি বিশ্বাস করি, সে এমন কিছু বলতেই পারে না। অন্যদিকে সে সবসময় দলকে সমর্থন দিয়ে আসছিল। এটা শেষ পর্যন্ত অনেককে অবাক করলো।’

রোনালদিনহোকে নিজের আদর্শ মনে করা রাফিনহা বলেন, ‘আমি তাকে আদর্শ মনে করি। আমাদের সঙ্গে যারাই তাকে চেনে সবাই হতবাক হয়েছে। এটা আমাদের জন্য বড় ধাক্কা। অবশ্যই আমি তার সঙ্গে একমত না। আমি তিন বছর ধরে জাতীয় দলে খেলছি। সবসময় নিজের সব উজাড় করে জাতীয় দলের হয়ে খেলেছি। এখানে সবাই নিজের যোগ্যতা দিয়েই দলে সুযোগ পেয়েছে।’

রাফিনহা আরও জানিয়েছেন, কয়েকদিন আগেই ভিনিসিয়ুসের কাছে ব্রাজিল ম্যাচের টিকিট চেয়েছিলেন রোনালদিনহো। বার্সেলোনার এই তারকা বলেন, ‘মার্কেটিংয়ের অংশ হোক বা না হোক তার বক্তব্যে আমরা হতাশ। সে কয়েকদিন আগেও ভিনির কাছে ম্যাচের টিকিট চেয়েছিল খেলা দেখার জন্য।’

আরআর/