ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমরাই বিশ্বের সেরা ক্লাব: বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:০৭ পিএম, ১৪ জুন ২০২৪

সময়টা ভালো যাচ্ছে না বর্তমান সময়ের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার। ২০২৩-২৪ মৌসুমে ট্রফিবিহীন কাটাতে হয় একসময়ের ভুড়ি ভুড়ি ট্রফি জেতা বার্সাকে। কালের স্রোতে কাতালানের ক্লাবটি সেই জৌলুশও হারিয়ে যেতে বসেছে। ক্লাবের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজকে কোচের পদ থেকে বরখাস্তের পর নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জার্মান কোচ হান্সি ফ্লিককে।

সুদিন ফেরার আসায় এখনো বার্সাকে বিশ্বের সেরা ক্লাব মনে করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। ক্লাবের সদস্যদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে লাপোর্তা বলেন, ‘আমাদের ৪৮টি ইউরোপিয়ান কাপ আছে। আমরাই বিশ্বের সেরা ক্লাব।’

সম্প্রতি খেলোয়াড়দের বেতন ভাতা নিয়ে টানাপোড়ন যাচ্ছে বার্সার। ক্লাবটির সভাপতি জানান, ‘সবার বেতন ১৮০ মিলিয়ন কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে স্বরূপে ফিরছি। আমরা এখন আয় করতে শুরু করেছি। আগের থেকে আমাদের বর্তমান স্কোয়াডের বাজার দর বেড়েছে।’

কথা বলার শেষ পর্যায়ে সাবেক কোচ জাভিকেও ধন্যবাদ দিতে ভুলেননি লাপোর্তা। তিনি বলেন, ‘জাভিকে পেশাদারিত্ব দেখানোর জন্য ধন্যাবদ। তার সময়ে আমরা লিগ ও সুপার কাপ জিতেছি। হান্সি আমাদের দর্শন সম্পর্কে অবগত। আশা করছি ভালো কিছু হবে।’

আরআর/এমএইচ/