ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফুটবলে মেতেছিলেন এ কে উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৮ জুন ২০২৪

রাজধানীর দনিয়ায় অবস্থিত এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক (২০০৩ ব্যাচ) ছাত্ররা মেতে উঠেছিলেন ফুটবল আনন্দে। এ ফুটবল ফেস্টিভালের জন্য তারা বেছে নিয়েছিল বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ।

শুক্রবার বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী ও ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ২০০৩ বর্ষের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার ফুটবল ফিয়েস্তায় অংশগ্রহণ করে।

সেভেন-এ সাইড ফুটবল ম্যাচের ফাইনালে বিজ্ঞান বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

অংশগ্রহণকারী সবাইকে ক্রেস্ট ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রধান প্রশিক্ষক আলফাজ আহমেদ।

অনুষ্ঠান শেষে আলফাজ আহমেদ বলেন, ‘এটা একটি চমৎকার উদ্যোগ। মাঠের বাইরে বসে যখন খেলা দেখছিলাম তখন আমি অতীতে ফিরে গিয়েছিলাম। এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। ২০০৩ বর্ষের এই ফুটবল ফিয়েস্তার আয়োজকদের আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি তাদের এই বন্ধুত্বের বাঁধন সব সময় অটুট থাকবে।’

আরআই/আইএইচএস/