ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এমবাপের দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সের বড় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০২ এএম, ০৬ জুন ২০২৪

রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া কিলিয়ান এমবাপে ফ্রান্সের জার্সিতে ফিরেও দেখালেন দুর্দান্ত ঝলক। দুটি গোল বানিয়ে দিলেন, নিজেও করলেন একটি। বুধবার রাতে এমবাপের দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই ঘরের মাঠে ফিফা প্রীতি ম্যাচে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স।

প্রায় একতরফা ম্যাচে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ শানাতে থাকে ফ্রান্স। ৪২ মিনিট পর্যন্ত তবু তাদের আটকে রেখেছিল লুক্সেমবার্গ। কিন্তু এরপরই কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফরাসিরা।

এমবাপে বাঁদিক থেকে ক্রস করলে লাফিয়ে উঠে হেড করেন মুয়ানি। গোলরক্ষকের হাতে লাগলেও বল জড়িয়ে যায় জালে। এরপর এমবাপে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল হয়নি।

৭০ মিনিটে ব্যবধান ২-০ করেন জোনাথান ক্লাউস। এই গোলেও অ্যাসিস্ট এমবাপের। বক্সের অনেকটা বাইরে থেকে বাঁকানো শটে লুক্সেমবার্গের গোলরক্ষককে পরাস্ত করেন ক্লাউস।

৮৫ মিনিটে এমবাপে নিজেই করেন গোল। ব্র্যাডলি বারকোলা বক্সের মধ্যে একজনকে কাটিয়ে ফাঁকায় থাকা এমবাপেকে বল দেন, চোখের পলকে সেটি মাটি কামড়ানো শটে জালে জড়িয়ে দেন ২৫ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। ইউরোর আগে এমন জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগাবে অন্যতম ফেবারিটদের।

এমএমআর/