ফেডারেশন কাপ ফুটবল
প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে মোহামেডান
গত মৌসুমে স্মরণীয় এক ফাইনালে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছিল মোহামেডান। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সাদাকালোদের সামনে বাধা একটি ম্যাচ। সেটা ফাইনাল।
মঙ্গলবার মুন্সিগঞ্জে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটে পিছিয়ে পড়েছিল মোহামেডান। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। আরো একবার প্রত্যাবর্তনের গল্প লেখে মোহামেডান। দারুণ এক গোল করে দলকে ম্যাচে ফেরান নাইজেরিয়ান এমানুয়েল সানডে। শাহরিয়ার ইমন করেন জয়সূচক গোল।
গত মৌসুমে স্মরণীয় এক ফাইনালে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছিল মোহামেডান। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সাদাকালোদের সামনে বাধা একটি ম্যাচ। সেটা ফাইনাল।
মঙ্গলবার মুন্সিগঞ্জে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটে পিছিয়ে পড়েছিল মোহামেডান। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। আরো একবার প্রত্যাবর্তনের গল্প লেখে মোহামেডান। দারুণ এক গোল করে দলকে ম্যাচে ফেরান নাইজেরিয়ান এমানুয়েল সানডে। শাহরিয়ার ইমন করেন জয়সূচক গোল।
একটা ফ্রি কিকে পিছিয়ে পড়েছিল মোহমেডান। ডান থেকে থেকে পুলিশের ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলোর নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করেছিলেন উজবেক ডিফেন্ডার উখতামভ।
তারপর থেকেই সোলেমান দিয়াবাতে, এমানুয়েল সানডে ও শাহরিয়ার ইমনরা একের পর এক আক্রমণ করে তছনছ করে পুলিশের রক্ষণভাগ।
৬৬ মিনিটে মোজাফফরের ডিফেন্সচেরা পাস দুই জনের পা হয়ে চলে যায় অরক্ষিত এমানুয়েল সানডের সামনে। কোনো ভুল করেননি এই নাইজেরিয়ান। প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে ম্যাচে ফেরান মোহামেডানকে।
৭৮ মিনিটে শাহরিয়ান ইমনের হেড পুলিশের জাল কাঁপালে জেগে ওঠে মোহামেডান শিবির। ২-১ ব্যবধান ধরে রেখে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টেরও ফাইনালে উঠে যায় আলফাজ আহমেদের দল। স্বাধীনতা কাপের ফাইনালে উঠে মোহামেডান হেরেছিল কিংসের কাছে।
ম্যাচসেরার পুরস্কার উঠেছে শাহরিয়ার ইমনের হাতে।
আরআই/এমএমআর/এএসএম