দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে পিএসজি, আশাবাদী এনরিক
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপর দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-১ গোলে জিতেছে ফরাসি ক্লাবটি। দুই লেগ মিলিয়ে বার্সাকে ৬-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল পিএসজি।
এবার সেমিতেও প্রথম লেগে হেরে গেছে পিএসজি। জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছে লুইস এনরিকের দল।
তবে কোয়ার্টার ফাইনালের মতো সেমিতেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে পিএসজি। সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ এনরিক। এই ম্যাচ নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে পিএসজি।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম ক্যানেল প্লাসকে এনরিক বলেন, ‘এটা ফুটবল। বেশির ভাগ সময়ই এটা চমৎকার, তবে অন্যান্য সময় এমন কিছুই (হারের বিষয়) হয়। আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি মনে করি, যখন আপনি ম্যাচটি দেখবেন, সেখানে সমানে সমান লড়াই হয়েছে।’
সাম্প্রতিক সময়ে পিএসজিও ছিল দারুণ ফর্মেই। কিন্তু প্রথমার্ধে ডর্টমুন্ড নিজেদের রক্ষণভাগ এতটাই শক্তিশালী করে রেখেছিল যে, পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে বল নিয়ে ভেতরের দিকে ঢুকতেই পারছিলেন না।
বিরতিতে যাওয়ার মুহূর্তে লক্ষ্যে দারুণ একটি শট নিয়েছিল পিএসজি। কিন্তু মার্সেল সবিৎজারের সেই শট রুখে দেন ডর্টমুন্ডের গোলরক্ষক ডোনাররুমা। দ্বিতীয়ার্ধে নেমে দারুণ দুটি সুযোগ তৈরি করেছিল পিএসজি। ৫২ মিনিটে এমবাপের বাঁকানো একটি শট গোলবারে লেগে ফিরে আসলে দ্বিতীয়বার শট নেন আশরাফ হাকিমি। এই চেষ্টাও ব্যর্থ হয় পিএসজির।
পিএসজির এই গোল না পাওয়ার বিষয়কে স্মরণ করে এনরিক বলেন, ‘কেউ বলেনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু চাপের মুখে। যেহেতু আমাদের একটি সুযোগ এসেছি। কিন্তু আমরা দুইবারই পোস্টে মেরেছি। আপনাকে বলতেই হবে, এটা একটি ব্যতিক্রমী স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, প্যারিসে আমরা আরও শক্তিশালী থাকবো, আমাদের হারানোর কিছু নেই।’
এনরিকের অধীনে এই প্রথম কোনো গোল না করেই হেরেছে পিএসজি। এই কোচের অধীনে পুরো মৌসুম মিলিয়ে মাত্র ৫ ম্যাচে হেরেছে এমবাপেরা।
বুধবার রাতে ডর্টমুন্ড অবশ্য গোল পেয়ে গেছে অনেক আগেই, ৩৯ মিনিটে। নিকলাস ফুলক্রুগরে দিকে দারুণ পাসে বল বাড়িয়ে দিয়েছিলেন নিকো স্কোলোটারবিক। বলটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন ফুলক্রুগ। এরপর দারুণ শটে বলকে পিএসজি জালের ঠিকানা দেখান এই জার্মান ফরোয়ার্ড। এতে ১-০ গোলে জয় পায় ডর্টমুন্ড।
এমএইচ/