ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুয়ারেজের বিশ্বাস, এবার শিরোপা জিতবে ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল লিগ এমএলএসের এবারের শিরোপা ইন্টার মিয়ামি জিতবে বলে বিশ্বাস করেন দলটির উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। গত ডিসেম্বরে ইন্টার মিয়ামিতে নাম লেখার পর বুধবার রাতে এমএলএসে অভিষেক হলো সুয়ারেজের। প্রথম ম্যাচেই রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে তারা।

মৌসুমের প্রথম ম্যাচেই জয়। গোল করতে না পারলেও দুটি গোলেই অবদান রেখেছেন মেসি। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তারা। যে কারণে লুইস সুয়ারেজ এই ম্যাচের পর জানিয়ে দেন, এবারের এমএলএসের শিরোপা জিতবে ইন্টার মিয়ামিই।

প্রথম ম্যাচে জয়ের পর লুইস সুয়ারেজ বলেন, ‘এই ক্লাবে আমার পর একটা ছাড়া আর কোনো প্রত্যাশা নেই আমার। গত বছরই ইন্টার মিয়ামি প্রথম কোনো শিরোপা (লিগ কাপ) জয় করেছিলো। এবার আমাদের একটাই ইচ্ছে, ক্লাবকে এমএলএসের শিরোপা উপহার দেয়া। যে শিরোপাটি তারা কখনোই জেতেনি।’

শিরোপা জয়কে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন সুয়ারেজরা। তিনি বলেন, ‘এটা এখন আমাদের সামনে একমাত্র চ্যালেঞ্জ। শুধু আমার জন্য নয়, আমার পুরো দলের জন্যই। গতবছর যে শিরোপাটা জয় করেছে, মিয়ামির জন্য এটা ছিল খুব গুরুত্বপূর্ণ। এবার সেই আত্মবিশ্বাসটাই আমরা কাজে লাগাতে চাই।’

গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে ১৪তম হয়ে শেষ করে ইন্টার মিয়ামি। শেষ মুহূর্তে এসে প্লে-অফ খেলতে পারেনি তারা। এবার সুয়ারেজ-মেসিদের লক্ষ্য, সব বাধা পেরিয়ে সর্বোচ্চ সাফল্য আদায় করে নেয়া।

গত মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে ৫৪ ম্যাচে ২৯ গোল করেন লুইস সুয়ারেজ। এবার মিয়ামিতে যোগ দেয়ার পর এখানে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- সে সম্পর্কে ভালোভাবেই জানেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি এমএলএসকে বেশ ভালোভাবেই জানি এবং বুঝি। প্রতিটি দলই চায় শিরোপা জিততে। সবাই এখানে আসে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে। তাদের মধ্যে আমরাও একটি পক্ষ। আমরাও শিরোপার জন্য লড়াই করবো। সবাই এটা জানে এবং এ কারণেই বিষয়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

আইএইচএস/