ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিদ্ধান্ত জানাতে এমবাপেকে একমাস সময় দিয়েছে রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩

পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপেকে পাওয়ার আশা এখনও ছেড়ে দেয়নি রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পরও এই ফুটবলারকে পেতে চায় স্প্যানিশ জায়ান্টরা। এমবাপেও মাঝেমধ্যে নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেন রিয়ালে আসবেন, আবার নানা সময় নানা ধরনের কথা-বার্তা বলেন।

এমনিতেই পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে চলতি মৌসুম শেষে। তথা আগামী বছর জুনে। এরপর চুক্তি নবায়ন না করলে এমবাপে হয়ে যাবেন ফ্রি-এজেন্ট। তখন তিনি যে কোনো ক্লাবে ইচ্ছা যেতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট ওই ক্লাবকে বিশাল অংকের ট্রান্সফার ফি পরিশোধ করতে হবে না। এতে ক্লাব এবং ফুটবলার দুই পক্ষই লাভবান হয়।

কিলিয়ান এমবাপে ফ্রি-এজেন্ট হয়ে সেভাবেই কোনো ক্লাবে যোগ দেবেন নাকি পিএসজিতেই থেকে যাবেন, বিষয়টা এখনও অনিশ্চিত। তিনি একদিকে পিএসজিকে ঝুলিয়ে রেখেছেন, অন্যদিকে রিয়াল মাদ্রিদসহ যে সব ক্লাব তাকে পেতে চায়, তাদেরকেও আশায় রেখেছেন।

রিয়াল মাদ্রিদ এবার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। আর সেটা নিশ্চিত করার জন্য কিলিয়ান এমবাপের কাছ থেকেও চূড়ান্ত কোনো বক্তব্য শুনতে চায় তারা। এ জন্য পিএসজির এই তারকাকে আর একমাসের সময় বেধে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ভাবার জন্য সময় দিয়েছে তারা। এর মধ্যে এমবাপে নিজের সিদ্ধান্ত জানাতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়াভিত্তিক পত্রিকা এএস।

রিয়াল মাদ্রিদ এমবাপেকে মৌসুমের মাঝপথে তাদের দলে চাচ্ছে না। তারা চায়, এই মৌসুমটা পুরোপুরিই পিএসজিতে কাটিয়ে আসুক ফরাসি এই তারকা। আগামী মৌসুমে যেন তিনি মাদ্রিদে চলে আসতে পারেন, সে বিষয়টা এই জানুয়ারিতেই নিশ্চিত করে নিতে চায় তারা।

এমবাপের কাছ থেকে সিদ্ধান্ত শোনার র লজ ব্লাঙ্কোজরা আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবেন তার মা এবং এজেন্ট ফাইজা লামারির কাছে। ২০২২ সালেও একবার এমবাপে প্রায় চুক্তি করে ফেলেছিলো রিয়ালের সঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে কয়েক ঘণ্টার ব্যবধানে মত পরিবর্তন করে তিনি থেকে যান পিএসজিতেই। রিয়াল মাদ্রিদ চায় না, ২০২২ সালের পূনরাবৃত্তি ঘটুক। এ কারণে তারা আগেই সব নিশ্চিত করে রাখতে আগ্রহী।

যদি ১৫ জানুয়ারির মধ্যে এমবাপে রিয়ালকে তার নিজের চূড়ান্ত সিদ্ধান্ত না জানায়, তাহলে স্প্যানিশ ক্লাবটি আর এই ফরাসী তারকার পেছনে সময় নষ্ট করবে না বলে জানিয়েছে এএসের সেই রিপোর্ট। তারা বলছে, ১৫ জানুয়ারির মধ্যে এমবাপের সিদ্ধান্ত না জানলে রিয়াল মাদ্রিদ বিকল্প চিন্তা করবে এবং সে দিকেই এগিয়ে যাবে।

আইএইচএস/