ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্বাধীনতা কাপ

৯ বছর পর সেমিফাইনালে মোহামেডান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

স্বাধীনতা কাপ ফুটবলে প্রথম চ্যাম্পিয়ন মোহামেডান। ১৯৭২ সাল থেকে হয়ে আসা টুর্নামেন্টের ১২ আসরে সর্বাধিক তিনবার শিরোপা জিতেছে সাদাকালোরা। সেই মোহামেডান ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর সেমিফাইনালের মঞ্চই চেনেনি।

অবশেষে ৯ বছর পর ঐতিহ্যবাহী ক্লাবটি উঠলো সেমিফাইনালে। আজ (মঙ্গলবার) মুন্সিগঞ্জে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের নবম মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। গোল করেন উজবেকিস্তানে মিডফিল্ডার মুজাফফরভ। ১১৫ মিনিটে সাকিব ইসলাম দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় চট্টগ্রাম আবাহনী।

৯ বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার পর মোহামেডান গত পাঁচ আসরে চারবারই বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০২১ সালে গ্রুপ থেকে বিদায় নেওয়া মোহামেডান ২০২২ সালে সর্বশেষ আসরে উঠতে পেরেছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। বসুন্ধরা কিংসের কাছে হেরে রণেভঙ্গ দেয় সাদাকালোরা।

৯ বছর পর সেমিফাইনালে ওঠা মোহামেডানের সামনে ফাইনালে ওঠারও ভালো সুযোগ এবার। ১৫ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী-বসুন্ধরা কিংস।

আরআই/এমএমআর/জেআইএম