ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্বাধীনতা কাপ ফুটবল

কোয়ার্টারে মোহামেডান, শেখ রাসেলের বিদায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

ড্র করলেই কোয়ার্টার ফাইনাল-এমন সমীকরণ নিয়ে স্বাধীনতা কাপ ফুটবলে গ্রুপের শেষ ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান। গোল খেয়ে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল টুর্নামেন্টের সর্বাধিক তিনবারের চ্যাম্পিয়নদের। তবে গোল শোধ করে প্রয়োজনীয় ড্র করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাদাকালোরা।

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেনের মিডফিল্ডার ভালেরির গোলে এগিয়ে যায় ফর্টিস। গোলটি ধরে রেখে মাঠ ছাড়তে পারলে ফর্টিসই পেতো কোয়ার্টার ফাইনালের টিকিট।

কিন্তু আগের মতো এ ম্যাচে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে টুর্নামেন্টে টিকে থাকে ২০১৪ সালে সর্বশেষ স্বাধীনতা কাপ জেতা মোহামেডান। ৭৪ মিনিটে আবেদিন রাকিবের গোলটি স্বস্তি এনে দেয় মোহামেডান শিবিরে।

মোহামেডান, বাংলাদেশ সেনাবাহিনী ও ফর্টিস তিন দলের পয়েন্ট ও গোলগড় সমান হলে বেশি গোল করায় মোহামেডান ও সেনাবাহিনী কোয়ার্টার ফাইনালে ওঠে। বিদায় নেয় ফর্টিস।

এদিকে গোপালগঞ্জে আবাহনীর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আবাহনী ২-০ গোলে জিতেছে দুই ব্রাজিলিয়ানের গোলে।

৩৫ মিনিটে জোনাথন ফার্নান্দেজ ও ৭৫ মিনিটে প্রথম মাঠে নামা ওয়াসিংটন গোল করলে টানা তিন জয়ে গ্রুপসেরা হওয়া নিশ্চিত করে আবাহনী।

আগের দিন বিমানবাহিনীকে ৪-১ গোলে হারিয়ে আবাহনীর দিকে তাকিয়ে ছিল রহমতগঞ্জ। আবাহনী জিতুক-তাদের এ চাওয়া বিফলে যায়নি। আবাহনীর জয়ের ওপর ভর করে মৌসুমের প্রথম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো পুরনো ঢাকার ক্লাবটি।

আরআই/এমএমআর/জেআইএম