ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জামাল ভূঁইয়া বললেন ‘ম্যাচ অব দ্য ইয়ার’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

১৮০ মিনিটের লড়াই। ৯০ মিনিট খেলা হয়েছে মালদ্বীপের মালেতে। বাকি ৯০ মিনিট ঢাকায়। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনার এই ৯০ মিনিটের ফুটবল যুদ্ধকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া উল্লেখ করেছেন ‘ম্যাচ অব দ্য ইয়ার’ হিসেবে।

আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূইয়া নিজের বক্তব্য শুরু করেন এভাবে, ‘কালকের ম্যাচটি হবে জাতীয় দলের জন্য 'ম্যাচ অব দ্য ইয়ার'। ঢাকায় ফিরে গত কয়েকদিন আমরা রিকভারি করেছি। আমাদের অনুশীলন চলছে। আমরা ম্যাচের জন্য প্রস্তুত। এটা আমাদের জন্য বড় ম্যাচ। যে কোনোভাবে জিততে হবে। ফাইনাল ম্যাচের মতো।

মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে সবসময়ই ভালো বাংলাদেশ। তারপরও এ ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন জামাল, ‘জিততে হবে ম্যাচ। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা জানি, মালদ্বীপ যখন হোম গ্রাউন্ডে খেলে তখন ওরা খুব শক্তিশালী। দেশের বাইরে খেললে ওদের কিছু দুর্বলতা আছে। কাল আমাদের হোম গ্রাউন্ডে ম্যাচ। তাই সুবিধা আমাদের থাকবে। আমাদের গ্যালারিতে দর্শক থাকবে সমর্থন জানাতে।’

মালদ্বীপের চেয়ে ঢাকায় নিজেদের সামর্থ্য বেশি প্রমাণের চ্যালেঞ্জও আছে জামালদের, ‘আমাদের শক্তিমত্তা দেখাতে হবে। কারণ, আমরা যখন মালদ্বীপে খেলেছি তখন আমাদের সামর্থ্যের কিছু ঘাটতি ছিলো বলে আমি মনে করি। পরিবেশ ভিন্ন ছিল, মাঠ ভিন্ন ছিল। তাছাড়া ওরা তো পানি দেয় না মাঠে। যে কারণে একটু সমস্যা ছিল ওখানে। কিন্তু আমি মনে করি, ঘরের মাঠে খেলোয়াড়দের জন্য সবকিছু ঠিকঠাক থাকবে। কালকের ম্যাচে আমাদের অজুহাত চলবে না। জিততে হবে।’

মালদ্বীপের ম্যাচে দলে পরিবর্তন বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি মনে করি, ওই ম্যাচে যে রিপ্লেসমেন্টগুলো হয়েছিল তার পারফেক্ট। মিতুল দারুণ খেলেছে। গুরুত্বপূর্ণ কিছু সেভ করেছে। শাকিল টপ পারফম্যান্স দেখিয়েছে। ফাহিমের ব্যাডলাক ছিল। সে গোলের ভালো সুযোগ পেয়েছিল। আমি মনে করি, সে যদি একটা গোল করতে পারে তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে। তার ওপর আমার বিশ্বাস আছে। সে এখন দেশের অন্যতম সেরা খেলোয়াড়। এটা ঠিক গোলের জন্য স্ট্রাইকারদের ওপর একটু চাপ থাকে। তবে আমি মনে করি, সবাইকে গোল করতে হবে।’

মালদ্বীপের কোন জায়গাগুলো নিয়ে এই কয়দিন কাজ করা হয়েছে? এই প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমি এই প্রশ্নের উত্তর দেবো না। কারণ, এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবেন কোচ।’

মালেতে স্বাগতিকদের লিড নেওয়া গোল নিয়ে জামাল বলেছেন, ‘আসলে ওরা যে গোলটি করেছে সেখানে আমরা একটু আনলাকি ছিলাম। কারণ, তারিক কাজীর হেড শাকিলের শরীরে লেগে ওদের কাছে গেছে। তারপর ওরা গোল করেছে। এটা দুর্ভাগ্য ছিল। তবে আমরা আমাদের শক্তি দেখিয়ে ম্যাচে কামব্যাক করেছিলাম। তাই আমি দল নিয়ে খুবই সন্তুষ্ট।’

আগের ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমাদের একটা গেম প্লান ছিল। আমি এবং ফাহিম রাকিবের পেছনে খেলেছি। আমরা গোল করতে না পারায় কোচ কিছু খেলোয়াড় পরিবর্তন করেছেন। কারণ, ওখানে আমাদের জন্য খেলা কিছুটা টাফ ছিল। আমাদের সুবিধা আমরা একটু বল কন্ট্রোল করতে পারি। তবে ওখানে আমরা যেভাবে ওটা চেয়েছিলাম তা হয়নি, পারিনি। ওই বিষয়গুলো এই ম্যাচে অবশ্যই খেয়ালে থাকবে।’

আরআই/এমএমআর/জিকেএস