ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার রোনালদিনহোর দেখা পাবেন জামাল ভূঁইয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:২৮ পিএম, ১২ অক্টোবর ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। একদিনের সফর শেষে আবার ফিরে যান কলকাতায়। যাওয়ার পথে বিমান বন্দরে তাকে দেখে এগিয়ে গিয়ে কথা বলতে চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু সে সুযোগ তিনি পাননি। আয়োজকদের কেউ এ বিষয়ে এগিয়ে আসেননি, বাংলাদেশ অধিনায়ক জামালের সঙ্গে পরিচয় করিয়ে দেননি আর্জেন্টিনার গোলরক্ষককে।

এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছিলো। চারদিক থেকে ছি! ছি! রব উঠেছিলো। বিষয়টা এমিলিয়ানো মার্টিনেজের কানে যাওয়ার পর তিনিও দুঃখিত হন এবং কলতাকা ছাড়ার আগে নিজের স্বাক্ষর করা আর্জেন্টিনার একটি জার্সি পাঠিয়ে দেন জামাল ভূঁইয়ার কাছে।

এবার বাংলাদেশে আসবেন আরেকজন বিশ্বকাপজয়ী ফুটবলার। তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। এবারও কলকাতার সেই শতদ্রু দত্তই রোনালদিনহোকে সফরে নিয়ে আসছেন কলকাতায়। একই সঙ্গে তিনি ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে বাংলাদেশেও সফর করাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আর তারা ভুল করতে চান না। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রোনালদিনহোর সাক্ষাতের ব্যবস্থা করবেন তারা।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে মালদ্বীপে। আজ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলা শেষে তারা দেশে ফিরবেন আগামীকাল। ফিরতি পর্বের ম্যাচে ১৭ অক্টোবর ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালদ্বীপ। ১৮ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে রোনালদিনহোর।

সুতরাং, ওই সময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঢাকাতেই থাকবেন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

আরআই/আইএইচএস/