ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফুটবলারদের মদ আনা প্রসঙ্গে কাজী সালাউদ্দিন

‘আমার মন খারাপ, ওরা এটা কেন করেছে বুঝতে পারছি না’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

জাতীয় ফুটবল দল সাফের সেমিফাইনাল খেলে আসার পর খেলোয়াড়দের পুরস্কার দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। পুরস্কার প্রদানকালে তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘নো-অ্যালকোহল, নো লেটনাইট স্লিপ।’

কিছুদিনের মধ্যেই সেই ফুটবলাররা মদ এনে নিষিদ্ধ হলেন। মদ এনে ৫ ফুটবলারের নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আমার মন খুব খারাপ। ওরা এটা কেন করেছে, বুঝতে পারছি না। এতগুলো বোতল, নেশার জন্য নাকি ব্যবসার জন্য এনেছে, তা আমার মাথায় ঢুকছে না।’

মদ এনে নিষিদ্ধ হয়েছেন ৫ ফুটবলার। এটা শুনে বিস্মিত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। তিনি বলেন, ‘১৯৭৮ সাল থেকে আমি দেশের বাইরে খেলেছি। খেলা ছেড়ে সংগঠক হয়েছি। দীর্ঘ এই সময়ে দেশের ফুটবলে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কথা শুনিনি। এটা দেশের ফুটবলের জন্য বড় লজ্জার। আমি বলবো মানবতার অবক্ষয়। এ জন্য শিক্ষাটা পরিবার থেকে শিখে আসতে হয়। কিভাবে কি করতে হবে তা যদি কেউ পরিবার থেকে না শেখেন তাহলে এমনই হবে।’

তিনি যোগ করেন, ‘তবে বসুন্ধরা কিংসকে আমি ধন্যবাদ জানাই তারা প্রশংসনীয় কাজ করেছে তাদের শাস্তি দিয়ে। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের ফুটবলে। আমি মনে করি, তাদের আরো কঠিন শাস্তি হওয়া উচিত। আমার মতে এই ফুটবলাররা জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার অধিকার হারিয়েছেন। তাদের জাতীয় দল থেকেও নিষিদ্ধ করা উচিত।’

আরআই/এমএমআর/এমএস