ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসি যোগ দেয়ার পর এই প্রথম হারলো ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর লিওনেল মেসির ছোঁয়ায় যেন বদলে গিয়েছিলো ইন্টার মিয়ামি। হার কাকে বলে, সেটাই ভুলে গিয়েছিলো মিয়ামি সমর্থকরা। এমনকি লিওনেল মেসির অনুপস্তিতেও জয় পেয়েছিলো মিয়ামির ক্লাবটি।

কিন্তু মেসির অনুপস্থিতি সত্যি সত্যি এবার আর জয় এনে দিতে পারলো না। এমনকি ম্যাচটা ড্র’ও করতে পারেনি ইন্টার মিয়ামি। মেসি যোগ দেয়ার পর এই প্রথম পরাজয়ের স্বাদ নিলো ইন্টার মিয়ামি। আটলান্টা ইউনাইটেডের কাছে ৫-২ ব্যবধানে হেরে গেলো২ তারা। যদিও এই ম্যাচে খেলতে পারেনি মেসি নিজে।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি দেখার জন্য হাজির ছিল প্রায় ৭২ হাজার দর্শক। কিন্তু তাদের হতাশ হতে হয়। মেসি মাঠেই নামেননি। না সেরা একাদশে, না বদলি হিসেবে। বরং, মেসিকে না দেখে, ইন্টার মিয়ামির পরাজয় মেনে নিয়েই তাদেরকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো।

মেসি দলের সঙ্গে মাঠেই যেতে পারেননি। পেশির চোটের কারণে তিনি বিশ্রামে ছিলেন। ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেন, ‘মাসলে চোট থাকার কারণে মেসি দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি।’

বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েন মেসি। পরের ম্যাচ খেলতে বলিভিয়ার লা পাজে দলের সঙ্গে গিয়েছিলেনও। কিন্তু লিওনেল স্কালোনির ২৩ সদস্যের স্কোয়াডেই ছিলেন না তিনি।

শুক্রবারই মিয়ামি কোচ মার্টিনো জানিয়েছিলেন, মেসি ভালো আছেন। তবে, পরের অনুশীলনে যোগ দেয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত বিশ্রাম চান তিনি। যে কারণে তাকে আটলান্টার বিপক্ষে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল। মার্টিনো বলেন, ‘আমরা অবশ্যই তার ব্যাপারে যত্নশীল হবো। কারণ, আমাদের সামনে এখনও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।’

আন্তর্জাতিক ফুটবলের ফাঁকেও ইন্টার মিয়ামির ঠাসা সূচি রয়েছে। একইভাবে ঠাসা সূচি রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে মেসিরও। সব মিলিয়ে মেসি এবং ইন্টার মিয়ামির জন্য সামনে খুব কঠিন একটি সময় অপেক্ষা করছে, বলাই যায়।

আটলান্টা এফসির বিপক্ষে লিওনার্দো কাম্পানা জোড়া গোল করেছিলেন। তবুও হারতে হয়েছিলো ৫-২ গোলে। আটলান্টার হয়ে গোলটি করেন, ত্রিস্টান মুয়ুম্বা নিকিতা, কামাল মিলার (আত্মঘাতি), ব্রুকস লেনন, জর্জিওস গায়কোমাকিস এবং টেইলর উলফ গোল করেন।

আইএইচএস/