এশিয়ান গেমস
জামাল ভূঁইয়াসহ ৬ ফুটবলারের বদলি যারা
দুই দফায় এশিয়ান গেমসের দল থেকে ৬ জন ফুটবলারের বদলি চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এশিয়ান গেমস আয়োজক কমিটির কাছে আবেদন করেছিল ফুটবলের ৬ জনের বদলি অনুমোদন করতে।
অবশেষে বিওএ’র আবেদন গ্রহণ করে ৬ ফুটবলারের বদলি নিশ্চিত করেছেন হাংজু এশিয়ান গেমসের আয়োজক কমিটি।
বিওএ’র কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কন্টিনজেন্টের সেফ দ্য মিশন অভিজিত কুমার (এ.কে) সরকার জাগো নিউজকে জানিয়েছেন, ‘বিভিন্ন ডিসিপ্লিনের আমাদের বেশ কিছু খেলোয়াড় বদলির আবেদন ছিল। বৃহস্পতিবার আয়োজক কমিটি থেকে কিছু কিছু বদলি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৬ ফুটবলার আছেন।’
আর্জেন্টিনার ক্লাব থেকে অনুমতি পাবেন না বলে বাফুফেকে জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, তিনি এশিয়ান গেমস খেলতে পারবেন না। বাফুফে প্রথম দফায় জামালসহ ৩ ফুটবলারের বিকল্প নাম অন্তর্ভূক্তির জন্য বিওএকে চিঠি দিয়েছিল। অন্য দুইজন হলেন-মোহাম্মদ ইব্রাহিম ও তাজ উদ্দিন। এই তিনজনের বদলি হিসেবে বাফুফে চেয়েছিল রহমত মিয়া, মোহাম্মদ হৃদয় ও পাপন সিংকে।
দ্বিতীয় দফায় রাজিব হোসেন, আতিকুজ্জামান ও সারুয়ার জামাল নিপুর স্থলে বাফুফে মজিবর রহমান জনি, জাহিদ হোসেনও সুমন রেজার নাম অন্তর্ভুক্তির জন্য বলেছিল বিওএকে।
জামাল ভূঁইয়া ২০১৮ সালের গেমসে কাতারের বিপক্ষে গোল করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। ওই জয়ে বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকে নকআউট পর্বে উঠেছিল। বাংলাদেশ গেমস থেকে বিদায় নিয়েছিল নকআউটপর্বে উত্তর কোরিয়ার কাছে হেরে।
আরআই/এমএমআর/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ২ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৩ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৪ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার
- ৫ টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লেন চট্টগ্রাম রয়্যালসের মালিক