ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘গোল করতে ও করাতে ভালোবাসি’

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২৩

আবাহনীর এলিটা কিংসলের পর স্থানীয় ফুটবলারদের মধ্যে যে দুজন সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশি গোল করেছেন, তার মধ্যে একজন ইকবাল হোসেন। চট্টগ্রাম আবাহনীর জার্সিতে তিনি ৫ গোল করেছেন, যা আবাহনীর নাবিব নেওয়াজ জীবনের সমান।

সিলেট থেকে উঠে আসা এই ফুটবলার বেশ কয়েক মৌসুম বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ক্লাবে খেলে দুই বছর আগে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীতে। এবার তিনি চট্টগ্রাম ছেড়ে যোগ দিচ্ছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। নিজের ক্যারিয়ার, লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন তিনি জাগো নিউজের সঙ্গে।

জাগো নিউজ: আপনি মিডফিল্ডার। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আপনি ৫টি গোল করেছেন। স্থানীয় ফুটবলারদের মধ্যে আপনি নাবিব নেওয়াজ জীবনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে। নিজের পারফরম্যান্স নিয়ে কিছু বলুন।
ইকবাল: আমি গোল করাতে এবং গোল করতে পছন্দ করি। ৫ গোলের পাশাপাশি আমার চারটি এসিস্টও ছিল।

জাগো নিউজ: বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে কোন কোন ক্লাবে খেলেছেন?
ইকবাল: আমি অগ্রণী ব্যাংক দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু করেছিলাম। তারপর পুলিশ, ফর্টিস ও স্বাধীনতা ক্রীড়া সংঘ হয়ে প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনীতে নাম লেখাই।

জাগো নিউজ: নতুন মৌসুমে কোন ক্লাবে দেখা যাবে আপনাকে?
ইকবাল: আমি আগামী মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রে খেলবো। এরই মধ্যেই আমি ক্লাবটিকে পাকা কথা দিয়েছি।

জাগো নিউজ: আপনার লক্ষ্য কী?
ইকবাল: আমার চোখ এখন জাতীয় দলে। আমার লক্ষ্য থাকবে লিগে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ করে নেওয়া।

জাগো নিউজ: জাতীয় বয়সভিত্তিক কোনো দলের ক্যাম্পে কখনো ডাক পেয়েছিলেন?
ইকবাল: না। আমি এখনো কোনো দলের ক্যাম্পে ডাক পাইনি। আমার বয়স এখন ২৭ বছর। তাই আমি চাই জাতীয় দলে খেলতে।

জাগো নিউজ: আপনি ফুটবলে কিভাবে এলেন?
ইকবাল: সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণে আমার বাসা। এখানে এলাকার ফুটবল খেলতাম। রিপন নামে এলাকার এক বড় ভাই মোহামেডান ও ভিক্টোরিয়ায় ফুটবল খেলেছেন। তার মাধ্যমেই আমি চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবে যোগ দিয়েছিলেন।

জাগো নিউজ: ধন্যবাদ।
ইকবাল হোসেন: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/এএসএম