আবারও ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে খেলতে চান মার্টিনেজ
ঢাকা এসে মাত্র ১১ ঘণ্টা অবস্থান করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সংক্ষিপ্ত এই সফরে তিনি এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছেন না। কারণ, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সফরসূচিতে।
যে কারণে কিছুটা মন খারাপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। তিনি বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।
আরও পড়ুন: মার্টিনেজের সঙ্গে দেখা হলো মাশরাফির
মার্টিনেজকে ঢাকায় আনার ক্ষেত্রে স্পন্সর করে ফান্ডেডনেক্সট নামে একটি আইটি প্রতিষ্ঠান। প্রগতি সরণিতে এই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করেন লিওনেল মেসির এই সতীর্থ। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আইসিটি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে একটি বাজপাখির প্রতিকৃতি (গোলপোস্টে ক্ষিপ্রতার জন্য বাংলাদেশে বাজপাখি নামেই পরিচিত মার্টিনেজ), একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের মানুষ যে মার্টিনেজকে বাজপাখি হিসেবে জানে এটা ব্যাপারটা আর্জেন্টাইন এই গোলরক্ষকও জানেন। এ কারণে ঢাকায় এসে বাজপাখি শব্দটা মুখস্ত করে নেন তিনি। বাজপাখি, নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার পেয়ে খুব খুশি হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।’
বাংলাদেশে আবারও আসতে চান মার্টিনেজ। আড্ডাচ্ছলে এ কথাই জুনাইদ আহমেদ পলককে বলেছেন তিনি। আইসিটি প্রতিমন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, ‘মার্টিনেজ বলেছেন, তিনি আবার বাংলাদেশ আসতে চান। একা নয়, এবার সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই আসতে চান। ঢাকায় এসে খেলতে চান বাংলাদেশ দলের সঙ্গে।’
আরআই/আইএইচএস/