১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান
অবশেষে ঘুচলো অপেক্ষা। দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখালো দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আজ (মঙ্গলবার) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসকে।
মোহামেডানের গোল করেছেন দুই বিদেশি এমানুয়েল ও সোলেমান দিয়াবাতে। বসুন্ধরা কিংসের গোলদাতা ব্রাজিলিয়ান ডরিয়েল্টন গোমেজ।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় মোহামেডান। দলকে এগিয়ে নেন এমানুয়েল। ৪৩ মিনিটে সমতা ফেরান কিংসের ব্রাজিলিয়ান ডরিয়েল্টন।
তবে সেই সমতা বেশিক্ষণ থাকেনি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় সোলেমান দিয়াবাতে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন।
মোহামেডান এর আগে সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৯ সালে। ফাইনালে তারা টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে।
আরআই/এমএমআর/জিকেএস