জয়ে ফিরেছে রাসেল ও পুলিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে হার আর ড্রয়ের বৃত্তে আটকে ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে সাবেক চ্যাম্পিয়নরা।
তবে নবাগত দলটির বিপক্ষে জয়টা সহজে পায়নি ব্লুজরা। ৫৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জিততে হয়েছে তাদের। গোল করেছেন আইভরিকোস্টের চার্লস দিদিয়ের। শেখ রাসেলের এটি ৭ ম্যাচে তৃতীয় জয়। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা। ষষ্ঠ হারে টেবিলের তলানিতেই পড়ে রইলো আজমপুর ফুটবল ক্লাব।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে পুলিশ ফুটবল ক্লাব ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ ফুটবল ক্লাবকে। পুলিশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। ২২ মিনিটে গোল করে লিড এনে দেন কিরগিজস্তানের মালিকভ। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন কলম্বিয়ান মাতেয়ো।
তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে পুলিশ ফুটবল ক্লাব। অন্যদিকে রহমতগঞ্জ ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে।
আরআই/এমএমআর/জেআইএম