ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রহমতগঞ্জকে হারিয়ে ছয়ে মুক্তিযোদ্ধা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। গোল করেছেন সজিব ও বুরুন্দির সেলেমানি ল্যান্ড্রি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সজিবের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ল্যান্ড্রি। এটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দ্বিতীয় জয়। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে মুক্তিযোদ্ধা। অন্যদিকে তৃতীয় হারে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নবাগত আজমপুর এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে আজমপুর ১-০ গোলে এগিয়ে ছিল।

সপ্তম মিনিটে কিরগিজস্তানের সুলতানবেগ মমুনভের গোলে এগিয়ে যায় উত্তরার ক্লাবটি। তবে এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি তারা। ৫৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান মিডফিল্ডার ড্যাভিড ওজুকু গোল করে সমতা আনে।

৬ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে উত্তরার ক্লাবটি।

আরআই/এমএমআর/এএসএম