ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ ধরে রাখার মিশন সময়ের সেরা ফুটবলার বেনজেমার সামনে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০২২

রাশিয়া বিশ্বকাপটা খেলা হয়নি তার। মাঠের বাইরের কিছু ঘটনায় অনেকদিন জাতীয় দলে ছিলেন না জিদানের পর কোন ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি অ’র জেতা করিম বেনজেমা। এবার দুর্দান্ত ফর্মে থেকে জায়গা করে নিয়েছেন কাতার বিশ্বকাপ দলে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের অন্যতম অস্ত্র হতে পারেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

এক যুগেরও অধিক সময় ধরে স্প্যনিশ লিগের ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম খেলোয়াড় হিসেবে দলের নানা সাফল্যে অবদান রেখে যাচ্ছেন করিম বেনজেমা।

ক্লাবটির জার্সিতে এরই মধ্যে তিনি খেলে ফেলেছেন ৪২২ টি ম্যাচ। গোল আছে ২২৪ টি। রিয়াল ভক্তদের হৃদয়ে সোনালী হরফে লেখা হয়ে গেছে তার নাম। অনেক অর্জনের মধ্যেও তার একটি আফসোস, গত রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারা। যে বিশ্বকাপটায় শিরোপা জিতেছে তার দেশ ফ্রান্স।

Benzema

১৯ ডিসেম্বর পঁয়ত্রিশে পা দেবেন বেনজেমা। ফ্রান্স যদি এবার ফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হয় তাহলে করিম বেনজেমার ৩৫তম জন্মদিনটা হয়ে থাকবে স্মরণীয়। এরই মধ্যে তিনি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশ্বকাপের ট্রফি নিয়েই তিনি তার জন্মদিন পালন করতে চান। যদি তাই হয় তাহলে এটাই হবে বেনজেমার সেরা জন্মদিন।

ছোট খাটো ইনজুরিতে ছিলেন বেনজেমা। তবে তিনি প্রত্যাশা করছেন, বিশ্বকাপ শুরু হতে আরো কয়েকদিন বাকি। তার আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবে বলে আশার কথা শুনিয়েছেন সমর্থকদের।

ডি বক্সে প্রতিপক্ষ দলের ত্রাস বেনজেমার জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০০৭ সালে। তবে তিনি অনিয়মিত ছিলেন। যে কারণে ১৫ বছরে তিনি দেশের জার্সিতে খেলেছেন ৯৭টি ম্যাচ। গোল করেছেন ৩৭টি।

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলে খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বেনজেমা। ফ্রান্সের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে খেলেছেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত। পরের বছরই তিনি জায়গা করে নিয়েছিলেন সিনিয়র দলে।

চ্যাম্পিয়ন দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলবে ফ্রান্স। অন্যতম ফেবারিটও তারা। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, স্পেন ও ক্রোয়েশিয়ার মতো ফ্রান্সও থাকছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফেবারিটদের তালিকায়। শিরোপা ধরে রাখার দৌড়ে করিম বেনজেমা হতে পারে ফরাসিদের অন্যতম নায়ক। গোলপোস্টের সামনে ভয়ঙ্কর বেনজেমা কি পারবেন তাদের দেশের শিরোপা ধরে রাখার মিশনে বড় ভূমিকা রাখতে?

আরআই/আইএইচএস