‘ষষ্ঠ ট্রফি জিততে রাশিয়ার চেয়ে কাতারে ভালোভাবে মিশন শুরু করবো’
ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোলপোস্টের নিচে অন্যতম ভরসার নাম লিভারপুলের এই গোলরক্ষক। অভিজ্ঞ অ্যালিসন মনে করেন, সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের পর তাদের দলটি অনেক উন্নতি করেছে। বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারা ষষ্ঠ শিরোপায় চোখ রেখেই কাতারে যাবেন।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল কোয়ার্টার ফাইনাল থেকে। এবার সেখানে থামতে চান না অ্যালিসনরা। বলেছেন, ‘যে দলটি রাশিয়ায় খেলেছে সেই দলের সঙ্গে কাতারের দলের তুলনা করতে কোন সমস্যা নেই। আমরা এই চার বছরে অনেক উন্নতি করেছি। ষষ্ঠ ট্রফি জয়ের জন্য আমরা রাশিয়ার চেয়ে কাতারে আরো ভালোভাবে মিশন শুরু করবো।’
দলের বদলে যাওয়ার কারণ হিসেবে অ্যালিসন মনে করেন কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় যোগ হওয়া, ‘আমাদের দলে বেশ পরিবর্তন হয়েছে। নতুন কিছু খেলোয়াড় যোগ হয়েছে। আমরা যারা অভিজ্ঞ আছি তাদের সঙ্গে নতুনদের মিশ্রনটা দারুণ হয়েছে। নতুনরা এরই মধ্যে বড় প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরতে পেরেছেন। বড় ভূমিকাও রেখে যাচ্ছেন।’
বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও রাশিয়া বিশ্বকাপের পর ব্রাজিল কোচ তিতেকে পরিবর্তন করেনি। বরং পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তার ওপর আস্থা রেখেছেন দেশটির ফুটবল কর্তারা। সেলেসাওদের চারবছর ধরে তৈরি করার জন্য তিতের প্রতি যে আস্থা রেখেছিল ব্রাজিল, সেটা তিনি ভালোভাবেই করতে পেরেছেন।
অ্যালিসন বলেছেন, ‘এই চার বছরে তিনি (তিতে) অনেক খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক ঘটিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, অ্যান্টোনি, ব্রুনো গুইমারেসরা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তারা সবাই এখন বিশ্বকাপ খেলার জন্য উম্মুখ হয়ে আছেন। আমি বিশ্বাস করি, যেসব তরুণদের ডাকা হয়েছে তারা সত্যিকার অর্থেই আমাদের দলে পার্থক্য গড়ে দিতে পারবেন। কারণ, তারা সবাই প্রতিভাবান।’
দলটির শক্তির কথা উল্লেখ করতে গিয়ে অ্যালিসন তুলে ধরেন তাদের বাছাই পর্বের ম্যাচগুলোর কথা, ‘লাতিন আমেরিকার বাছাইয়ে আমাদের সেরা রেকর্ড ছিল। কারণ, আমরা ১৪ ম্যাচ জিতেছি, তিনটি ড্র করেছি। কোন ম্যাচ হারিনি।’
২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হারের পর থেকে ব্রাজিল দল পরাজয়ের তেতো স্বাদ খুব কমই পেয়েছে। এই সময়ে দলটি মাত্র তিনটি ম্যাচ হেরেছে। দুটি আর্জেন্টিনার কাছে এবং একটি পেরুর কাছে। সর্বশেষ ১৫ মাসে ব্রাজিল ১৫ ম্যাচ অপরাজিত রয়েছে। এর মধ্যে ৭টি ম্যাচ জিতেছে। গোল করেছে ২৬টি। গড়ে প্রতি ম্যাচে গোল ৩.৭১ টি।
অ্যালিসন সাক্ষাৎকারের উপসংহার টেনেছেন ক্যাম্পে তাদের অবস্থা বর্ননা করে, ‘ভালো কিছু করার জন্য ক্যাম্পের সবার মুড ভালো অবস্থায় আছে। আমরা ব্যক্তিগত ও দলীয় দুই দিকেই ভালো পারফরম করে আসছি। আমাদের সাম্প্রতিক ফলাফলই সেটা প্রমাণ করে।’
কাতার বিশ্বকাপ মিশন ব্রাজিল শুরু করবে ২৪ নভেম্বর লুসাইল স্টেয়িামে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপে তাদের পরের দুই ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে এবং ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে।
আরআই/আইএইচএস/