ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চ্যাম্পিয়নদের বাসযাত্রায়ও চরম বিশৃঙ্খলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

শিরোপা নিয়ে দেশে ফিরে চরম অব্যবস্থাপনার সম্মুখীন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমত বিমানবন্দর থেকে বের হওয়ার সময় মানুষের ভিড় ও ধাক্কাধাক্কিতে হয় চরম ভোগান্তি।

এবার একই অবস্থায় পড়তে হলো ছাদখোলা বাসের চ্যাম্পিয়ন প্যারেডেও। নারী ফুটবলারদের বহনকারী এই ছাদখোলা বাসের জন্য দেওয়া হয়নি কোনো বিশেষ প্রটোকল। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে বারবার জ্যামের কারণে থেমে যাচ্ছে বাস।

বিকেল ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে রওয়ানা হয়েছেন চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা। তাদের সঙ্গে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও বাসের ছাদে উঠেছেন।

তবু এই বাসের যাত্রাপথে দেওয়া হয়নি কোনো প্রটোকল। রাজধানীর নিত্যদিনের জ্যাম ঠেলেই ধীরগতিতে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন বাস। তাতেও অবশ্য কমেনি চ্যাম্পিয়ন ফুটবলারদের আনন্দ।

জ্যাম ঠেলে গন্তব্যে যাওয়ার পথে সবার মুখেই হাসির দেখা মিলছে, কেউ কেউ নিজের মোবাইল ফোন বের করে লাইভ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের অভিবাদন জানাতে রাস্তার দুই ধারেই ছবি, ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

উল্লেখ্য, আগের দিন এই বাসযাত্রার রোডম্যাপ জানিয়ে দিয়েছিল বাফুফে। সেই অনুযায়ী বিমানবন্দর থেকে কাকলি হয়ে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর বিজয় সরণিতে এসে হাতের বাঁয়ে চলে যাবে এই বাস।

সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে পৌঁছাবেন ফুটবলাররা। পরে কাকরাইল থেকে হাতের বাঁয়ে ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে গিয়ে পৌঁছাবেন চ্যাম্পিয়নরা।

আরআই/এসএএস/জিকেএস