ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হোটেলে জিম-সুইমিং করলেন জামাল ভূঁইয়ারা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ জুন ২০২২

মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষের পথে জামাল ভূঁইয়াদের। বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে হারের পর মঙ্গলবার শেষ ম্যাচ খেলবে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। দুই ম্যাচ হারা বাংলাদেশের শেষটা কেমন হবে?

শেষ হওয়া দুই ম্যাচ দুইরকম ছিল জামাল ভূঁইয়াদের। রক্ষণ মজবুত করে বাহরাইনের বিপক্ষে খেলে ২-০ গোলে হেরেছে এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে তেঁড়েফুঁড়ে খেলে হেরেছে ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ লড়াকু ফুটবল খেলছে। সাহস করে খেললে যে প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া যায় তার উদাহরণ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন করবে সোমবার। আজ (রোববার) বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। সকালে হোটেলেই জিম ও সুইমিং করেছেন জামাল ভূঁইয়ারা।

দুই ম্যাচ হারার পর এই টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। শেষ ম্যাচ থেকে কিছু অর্জন করতে পারলে সেটাই হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। কী সেই অর্জন? ফিফা র‍্যাংকিংয়ে ৩৪ ধাপ এগিয়ে মালয়েশিয়া। এমন একটি দলের বিপক্ষে একটি পয়েন্ট পাওয়াও হবে অনেক অর্জন।

যদিও বাংলাদেশ এখন আর এক পয়েন্ট পাওয়ার জন্য রক্ষণে জমাট থাকবে না। জয়ের জন্যও মরিয়া হবে। ৫৪ ধাপ সামনে থাকা তুর্কমেনিস্তানকে নাড়িয়ে দেওয়া সম্ভব হলে মালয়েশিয়াকে কেন নয়? বাংলাদেশ ভয়-ডরহীন ফুটবল খেলেই মিশনটা শেষ করতে চায়।

তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে কি না তা তর্ক থাকলেও ড্র যে করতে পারতো সেটা মানবেন যারা খেলা দেখেছেন। একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে বাংলাদেশ দ্বিতীয় গোলটি আর বের করতে পারেনি। বরং পাল্টা আক্রমণে তুর্কমেনিস্তানই তাদের জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি আদায় করে নিয়েছে।

এই ম্যাচের পর কিছু না পাওয়ার হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের পর তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই ম্যাচ থেকে দলের কিছু পাওয়া উচিত ছিল। অন্তত একটি পয়েন্ট না পাওয়ায় বাংলাদেশ দলের খেলোয়াড়রাও হতাশ। তবে বাংলাদেশ দলের জন্য ইতিবাচক বিষয় হলো খেলতে চাইলে যে খেলা যায় সেটা প্রমাণ হয়েছে এই ম্যাচে। (তুর্কমেনিস্তান) দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও বাংলাদেশের চোখ রাঙানি দেখেছে তারা।

আরআই/এসএএস/এমএস