ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার অভিনয়ে অভিষেক হলো মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:০৩ এএম, ০৯ জুন ২০২২

নানান ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে অনেক বিজ্ঞাপনেই অভিনয় করেছেন লিওনেল মেসি। এবার আনুষ্ঠানিকভাবে অভিনয়ে অভিষেক হয়ে গেলো এ আর্জেন্টাইন সুপারস্টারের।

নিজ দেশ আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন মেসি। যা এরই মধ্যে আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে।

মেসির অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ। এর পুরো ভিডিও দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত। তবে তাকে কতক্ষণ পর্দায় দেখা যাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

লস প্রটেক্টরসের দ্বিতীয় সিজনের বেশিরভাগ শুটিং হয়েছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারস ও ফ্রান্সের প্যারিসে। এই টিভি সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো অভিনয় করলেন মেসি।

শুটিং শুরুর আগে নিজের নতুন পরিচয়কে সামনে রেখে চওড়া হাসি দেন মেসি। তাকে সাদরে স্বাগত জানান টিভি সিরিজের অন্যান্য অভিনেতারা। মেসিকে এই সিরিজের বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 
 
 
View this post on Instagram

A post shared by Star+ Latinoamérica (@starplusla)

এসএএস/এএসএম