ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাঠে নামছে ব্রাজিল, দেখে নিন দুই দলের একাদশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০২ জুন ২০২২

দক্ষিণ কোরিয়ার সিউলে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। তার আগে প্রকাশ করা হয়েছে দুই দলের একাদশ।

নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকারকে বিশ্রামে রেখে ওয়েভারটনকে গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। এছাড়া নেইমার জুনিয়রকে খেলানো হচ্ছে মিডফিল্ডার হিসেবে। যা বেশ অবাক করার মতোই।

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া; দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে বিশ্বকাপ। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ংকর ছিল। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: ওয়েভারটন, দানি আলভেস, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন ও লুকাস পাকুয়েতা।

ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার শুরুর একাদশ: কিম সিংইউ, লি ইয়ং, জাং উয়ুং, হোয়াং ইনবেয়ম, সন হিউং মিন, পাইক সেউংহো, হোয়াং হিচান, হং চুল, হোয়াং উইজো, কিম ইয়ুংউন ও কিয়ুন কিয়ুংউন।

যেভাবে ম্যাচটি দেখবেন
ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া।
টিভিতে দেখা যাবে: beIN Sports 3, লাইভ স্ট্রিম: fuboTV

এসএএস/জিকেএস